শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১১:২২ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকারের সময় শীতবস্ত্রের অভাবে কেউ কষ্ট পাবে না: হেলাল

ফকির হাসান, বাগেরহাট: বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেন, বর্তমান সরকারের সময় কেউ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। পৌর মেয়রের এই উদ্যোগে আমি আরও সহযোগীতা করবো। যাতে পৌরসভার প্রত্যেকটা ঘরে ঘরে কম্বল পৌছে দেয়া যায়।

শনিবার বিকেলে পৌরসভা অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি জোট দক্ষিণাঞ্চলকে খুনের জনপদে পরিনত করেছিল। তাদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে নিজেদের নেতা-কর্মীরাও রক্ষা পায়নি।

আওয়ামী লীগের আমলে দেশে সব মানুষ শান্তিতে আছে। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে মৃতপ্রায় মংলা সমুদ্র বন্দরকে জীবন দান করেছে। রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র ও ফয়লায় বিমান বন্দর নির্মাণ করছে। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে হবে।

পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায় প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।পৌরসভার উদ্যোগে শহরে তিন হাজার কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে পৌর মেয়র জানান।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়