শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী কর্মীদের ওপর যৌন হয়রানি বিষয়ে নিশ্চুপ থাকে জাতিসংঘ

আনন্দ মোস্তফা: সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা জাতিসংঘের কার্যালয়গুলোতে নারী কর্মীদের ওপর যৌন হয়রানির ঘটনা বাড়তে দিয়েছে বিশ্ব সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য।

জাতিসংঘের কয়েক ডজন সাবেক কর্মী সংবাদমাধ্যমটিকে বলেছেন, বৈশ্বিক সংস্থাটিতে নিরবতার সংস্কৃতি রয়েছে। ত্রুটিপূর্ণ অভিযোগের দোহাই দিয়ে ভুক্তভোগীকে দমিয়ে রাখার ঘটনাও ঘটেছে। এমনকি কখনও কখনও অভিযোগ অবজ্ঞা করে অপরাধীদের দায়মুক্তিও দেওয়া হয়েছে।

গার্ডিয়ান ভুক্তভোগী ১৫জন নারীর সাক্ষাতকার নেয় যারা বিগত ৫ বছরের মধ্যে জাতিসংঘের কোনো না কোনো কার্যালয়ে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। এসব নারীদের অভিযোগের মধ্যে কটূক্তি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। এদের মধ্যে সাতজন লিখিত অভিযোগ দেন কিন্তু কোনো প্রতিকার পাননি।

কর্মরত অবস্থায় সুপারভাইজারের কাছে নির্যাতিত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক পরামর্শক গার্ডিয়ানকে জানান, ‘অভিযোগ করলে আপনার জাতিসংঘে আপনার ক্যারিয়ার একেবারেই শেষ, বিশেষ করে আপনি যদি পরামর্শক হন।’

১০টিরও বেশি দেশে কর্মরত সংস্থাটির কর্মীরা এসব অভিযোগ করেছেন। ভিন্ন দফতরে কাজ করা তিন নারী জানিয়েছেন, যৌন হয়রানি বা হামলার বিষয়ে অভিযোগ করার পর তাদেরকে অব্যাহতি চাইতে বাধ্য করা হয়েছে। এমনকি চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়েছে। তাদের অভিযোগে অভিযুক্তরা এখনও স্বপদে কাজ করছেন। এদের মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন।

এক নারী গার্ডিয়ানের কাছে দাবি করেছেন, প্রত্যন্ত এলাকায় কর্মরত অবস্থায় ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে যৌন নিপীড়নের শিকার হন তিনি। তিনি বলেন, ‘বিচার পাওয়ার কোনও উপায় নেই। আর আমি আমার চাকরিটাও হারিয়েছি।’

জাতিসংঘের বিরুদ্ধে ওঠা গুরুতর এসকল অভিযোগ কিছুটা স্বীকার করছে সংস্থাটি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সাথে যোগাযোগ করা হলে তিনি গার্ডিয়ানকে জানান, 'যৌন হয়রানির অভিযোগের বিষয়ে অগ্রাধিকার দিয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এ বিষয়ে আমাদের নীতি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। আমরা সেগুলো তদন্ত করে দেখছি। গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়