শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রতিরক্ষা নীতি ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

FILE PHOTO: Three F/A-18E Super Hornets fly in formation over the aircraft carriers USS Ronald Reagan (CVN 76), USS Theodore Roosevelt (CVN 71), USS Nimitz (CVN 68) and their strike groups along with ships from the Republic of Korea Navy as they transit the Western Pacific, November 12, 2017. Courtesy Aaron B. Hicks/U.S. Navy/Handout via REUTERS
আনন্দ মোস্তফা: আল কায়েদা, আইএসের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে পাশে সরিয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে নজর দিয়ে নতুন প্রতিরক্ষানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলপত্র প্রকাশের পর ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ম্যাটিস বিষয়টি নিশ্চিত করেছেন। চীন-রাশিয়ার মতো অর্থনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে সতর্ক করে দিয়ে ম্যাটিস বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ করলে সেদিনই হবে আপনাদের দীর্ঘতম ও খারাপ দিন।’

নতুন প্রস্তাবিত সামরিক নীতি ঘোষণার পর জেনারেল ম্যাটিস বলছেন, চীন বা রাশিয়ার মত পরাশক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে- তাই তাদের সাথে পাল্লা দিয়ে সামরিক শক্তি বাড়ানো উচিত। তিনি মনে করেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অর্থব্যয় না করে সামরিক শক্তিবৃদ্ধির দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ দেয়া দরকার।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর থেকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচালিত মার্কিন অভিযানকে আর মূল বিষয় হিসেবে দেখতে চায় না ট্রাম্প প্রশাসন।

নতুন প্রতিরক্ষা নীতিকে মার্কিন সামরিক নীতির বড় পরিবর্তন হিসাবে দেখছেন বিশ্লেষকরা।

ম্যাটিস বলেন, 'আমরা ক্রমেই রাশিয়া এবং চীনের মতো দেশগুলি থেকে প্রতিনিয়ত হুমকির মুখোমুখি হচ্ছি। তারা এমন একটি বিশ্ব তৈরি করতে চায় যা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে প্রভাবিত করবে।'

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রিয়াজ এ প্রসঙ্গে বলেন, ''মার্কিন এই নীতি স্নায়ুযুদ্ধের সময়কালের মতো। এর ফলে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে হয়তো, কিন্তু টানাপড়েন শুরু হবে। বিভিন্ন অঞ্চলে ছায়াযুদ্ধ শুরু হবে।'

ওয়াশিংটনের এমন নীতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 'যুক্তরাষ্ট্র আলোচনার পরিবর্তে সংঘর্ষের মাধ্যমে বিশ্বে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।'

অন্যদিকে চীন একে স্নায়ুযুদ্ধের মানসিকতা বলে উল্লেখ করেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়