শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৫:০৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে জাতীয় পার্টি রাজনীতিতে সরব

অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম: কুড়িগ্রামে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টি ফের রাজনীতিতে সরব হতে শুরু করেছে।

কুড়িগ্রাম-২ আসনের এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ তাজুল ইসলাম চৌধুরী নিজেই কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির হাল ধরেছেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক পদে রয়েছেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ তাজুল ইসলাম চৌধুরীর প্রতিনিধি প্রভাষক আমিনুর ইসলাম। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটিতে বিভক্তি না থাকায় দলটি ক্রমাগত শক্তি সঞ্চয় করছে।

ইতোমধ্যে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক আমিনুর ইসলামের নেতৃত্বে মাঠ পর্যায়ে দল গোছানোর সেরে ফেলা হচ্ছে। এর পাশাপাশি জাতীয় পার্টির সহযোগি সংগঠন জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি ও জাতীয় শ্রমিক পার্টি সহ সকল অঙ্গ সংগঠনের তৃণমুল পর্যায়ে কমিটি গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের মোট চারটি আসনের মধ্যে তিনটি আসনেই জাতীয় পার্টির এমপি রয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের সব ক’টি আসনে জয় নিশ্চিত করার লক্ষ্যে তৃণমুল পর্যায়ে জাতীয় পার্টি এবং তার সহযোগি সংগঠন সমুহের কমিটি গঠনের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক আমিনুর ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে ছুটে বেড়াচ্ছেন। জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দকে দোড়গোড়ায় পেয়ে তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা হতে শুরু করেছে।

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির কমিটির সদস্য সচিব প্রভাষক আমিনুর ইসলাম নিজেদের অবস্থান সম্পর্কে বলেন, কুড়িগ্রামের চারটি আসনে জয়ের ধারা ধরে রাখার বিষয়টি মাথায় রেখে দল গোছানো কাজ করা হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। কুড়িগ্রাম-২ আসনের এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ¦ তাজুল ইসলাম চৌধুরীর দিক-নির্দেশনায় আমরা সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়