শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সিদ্ধান্তের পর ফিলিস্তিনিদের সাহায্য স্থগিত করল আরব দেশগুলো

রাশিদ রিয়াজ : একাধিক সূত্র বলছে মধ্যপ্রাচ্য নিয়ে যে মার্কিন শান্তি পরিকল্পনা রয়েছে তা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মেনে না নেওয়ায় বেশ কয়েকটি আরব ও উপসাগরীয় দেশ ফিলিস্তিন কর্তৃপক্ষকে তাদের দেওয়া সাহায্য আর ছাড় করছে না। ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিনি শরণার্থীদের জন্যে দেওয়া মার্কিন সাহায্য অর্ধেকে নামিয়ের আনার ঘোষণা দেওয়ার পর পাল্টা সাহায্য বৃদ্ধি না করে বরং তা স্থগিত করে দিচ্ছে এসব আরব ও উপসাগরীয় দেশ। মিডিল ইস্ট মনিটর এ খবর দিলেও কোন কোন আরব ও উপসাগরীয় দেশ ফিলিস্তিনিদের সাহায্য আর দিতে চাচ্ছে না তা উল্লেখ করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরু থেকেই এসব আরব ও উপসাগরীয় দেশগুলো ফিলিস্তিনিদের দেওয়া সাহায্য ছাড় দিতে অস্বীকার করে। আরব সম্মেলনে এধরনের সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তা অনুমোদন দেওয়অর পরও এখন তা লঙ্ঘন করছে এসব দেশ। ফিলিস্তিন কর্তৃপক্ষ এখনো সাহায্যের আশায় অপেক্ষা করছে। কারণ এধরনের সাহায্য না পেলে ৫০ লাখেরও বেশি ফিলিস্তিন শরণার্থীদের জন্যে মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হবে না।

একটি সূত্র জানায়, সৌদি আরব ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হুঁশিয়ার করে বলেছিল, ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া মেনে না নিলে তার শাসনকাল শেষ হয়ে যাবে। ওই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর মুসলিম, খ্রিস্টান নেতা ছাড়াও বিশ্বের অধিকাংশ দেশ তার বিরোধিতা ও সমালোচনা করে। তবে সৌদি আরবের নেতৃত্বে মিসর, আমিরাত, বাহরাইন সহ বেশ কয়েকটি আরব ও উপসাগরীয় দেশ ফিলিস্তিনিদের বিপক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিকেই সমর্থন করছেন যা ইসরায়েলের কাছেও প্রশংসা পেয়েছে।

সূত্রগুলো আরো জানায়, এধরনের আরব-আমেরিকান নীতির লক্ষ্যই হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। সৌদি আরব প্রেসিডেন্ট আব্বাসকে সতর্ক করে দিয়ে বলেছে মার্কিন প্রশাসন ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য নিয়ে নতুন পরিকল্পনার বিরুদ্ধে তার পদক্ষেপগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের পতন ও তার শাসনের অবসান ঘটাবে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষের সেন্ট্রাল কাউন্সিলে ট্রাম্পের মধ্রপ্রাচ্য নীতি উপস্থাপনের পর তা নাকচ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়