মাইকেল : ঘুষের অভিযোগে চীনের সিএইচইসি প্রতিষ্ঠানের সাথে সড়ক নির্মাণের চুক্তি বাতিল করা হয়েছে। শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা এই চুক্তি বাতিল করেছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়। খবর সাউথ চায়না মরনিং পোস্ট।
আরও জানা যায়, ঘুষের অভিযোগে বাংলাদেশের কালো তালিকায় রয়েছে চীনের এই নির্মাণ প্রতিষ্ঠানটি।
চীনের হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি) বাংলাদেশের ঢাকা থেকে সিলেটের উত্তরপূর্বাঞ্চলে প্রধান হাইওয়ে সড়ক প্রসারিত করার জন্য বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করেছে বলে জানিয়েছেন উর্দ্ধতন কর্মকর্তা।
বাংলাদেশের সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার জানান, বাংলাদেশে এই কালো তালিকার কোম্পানিগুলোর সকল কাজ বন্ধ করা হয়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রী মঙ্গলবার জানান, এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, চীনের এই নির্মাণ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাকে ৫ মিলিয়ন টাকা ঘুষ দেবার চেষ্টা করেছে। এই বিষয়ে সিএইচইসি কোন মন্তব্য করেনি।
এর ওয়েবসাইট অনুযায়ী জানা গেছে, কোম্পানিটি বিশ্বের বেশ কয়েকটি বৃহৎ অবকাঠামো প্রকল্প গ্রহণ করেছে এবং বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই প্রতিষ্ঠানটি কাজ করেছে।
বাংলাদেশের সড়ক এবং বিদ্যুৎকেন্দ্র সহ প্রধান কাঠামো প্রকল্পে সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ঢাকার প্রধান ঋণদানকারী।
সূত্র : সাউথ চায়না মরনিং পোস্ট