শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার কি সুযোগ বিতরণ করছে, প্রশ্ন কাদেরের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই, সমাধান সংবিধানেই আছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় কাদের এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিএনপরি রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি বিএনপির অধিকার। কেন তাদের আনতে হবে? তিনি আরো বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ তাদের অধিকার—বিএনপিসহ সব দলের। এটা কি সরকার সুযোগ বিতরণ করছে? কেন এর জন্য ডায়ালগের প্রয়োজন আছে? পথরেখা তো সংবিধানই দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনেক আগেই দেওয়া হয়েছে। এবং সেটার প্রশংসা করতে বিএনপি কিন্তু কুণ্ঠিত হয়নি; প্রধান নির্বাচন কমিশনারের প্রশংসায় তিনি পঞ্চমুখ নয়, শতমুখ হয়েছিলেন। এখন একটু স্বার্থে লাগলেই…’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ২০০১-এর চেয়ে ভয়াবহ অবস্থায় যাবে দেশ।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ব্যাপারে দলটির নেতা জানান, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাটি তদন্ত করতে বলেছেন। ঘটনাটির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, বিচার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়