এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহজার: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইসলামপুর এলাকায় নিখোঁজের ১২ দিন পর সুরাইয়া (৮) নামে এক মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয় কুদ্দুছের পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।। নিহত সুরাইয়া স্থানীয় নুরানী মাদ্রাসার ছাত্রী বলে জানা গেছে।
নিহতের ভাই রমজান জানান, চলতি মাসের ৭ তারিখ বিকালে সুরাইয়া বাড়ির পাশে একটি মাঠে খেলতে গিয়ে ফিরে আসেনি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের বাবা অহিদ মিয়া বাদি আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
আড়াইহাজার থানার এসআই মজিবুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।সম্পাদনা: উমর ফারুক রকি