শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ষড়যন্ত্রে ডিএনসিসি নির্বাচন স্থগিত হয়েছে : হাছান মাহমুদ

জিয়াউদ্দিন রাজু: বিএনপির ষড়যন্ত্রের কারণে হাইকোর্ট ডিএনসিসি নির্বাচন স্থগিত করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত করেছিল। এমনকি কাউন্সিলর পদে যারা নির্বাচন করবে, তাদের নামও চূড়ান্ত করেছিল। কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি। বিএনপি শুধু মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছিল। কাউন্সিলর প্রার্থীদের নাম চূড়ান্ত করতে পারেনি বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে।

নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি জামাত এখনো বেরিয়ে আসতে পারে নি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং বেরাইদ ইউনিয়ন চেয়ারম্যানের রিটের প্রেক্ষিতে আদালতের রায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়েছে। বিএনপি আরেক নেতা কামরুজ্জামান রতনের রিটের প্রেক্ষিতে ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করা হয়।

নির্বাচন হলে বিএনপি আশি শতাংশ ভোট পাবে মির্জা ফখরুলের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের এ মুক্ষপাত্র বলেন, এই ধরনের কথা বলে নিজেদের হাস্যস্পদ করবেন না। সাম্প্রতিক বিদেশি প্রতিষ্টান গুলো নানান জরিফ করেছে। সেখানে দেখা গেছে এখন নির্বাচন হলে বিএনপিকে ৮ শতাংশ মানুষ ভোট দিবে। সেটিকে মির্জা ফখরুল বলে বসলেন ৮০ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়