শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছে বাংলাদেশ

তরিকুল ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর সমর্থন চেয়েছেন নয়াদিল্লিতে সফররত ঢাকার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এসময় রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করার ক্ষেত্রে মিয়ানমারের উপর আন্তর্জাতিক শিবিরের চাপ বজায় রাখার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে বন্ধু প্রতিম ভারতের প্রতি এ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আহবান জানান।

মাহমুদ আলী বলেন, জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণে মুসলিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। আশা করছি, আগামীতেও সেটি অব্যাহত থাকবে। শরণার্থী পরিস্থিতি মোকাবিলায় মুসলিম দেশগুলোর সহায়তার পরিমান ছিলো উল্লেখযোগ্য।

বহুপক্ষীয় রাইসিনা ডায়ালগে অংশ নিতে দেশটিতে সফররত মাহমুদ আলী গত দুই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার পাশাপাশি নয়াদিল্লিস্থ ওআইসিভুক্ত ইসলামিক দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক নৈশাভোজে মিলিত হন। দেশটির শীর্ষস্থানীয় নীতি গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এই ডায়লগের আয়োজন করে।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সাড়ে চার বিলিয়ন ডলারে বাংলাদেশে যে সব প্রকল্প রূপায়িত হবে তার ১৪টির ক্ষেত্রে ইতিমধ্যেই দুই দেশ অনুমোদন দিয়েছে বলে সুষমা স্বরাজ জানিয়েছেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই হল দ্বিপাক্ষিক সম্পর্কের মূলকথা। আর এক্ষেত্রে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত যেভাবে বেড়েছে তাতে বাংলাদেশ-ভারত সন্তুষ্ট।

পররাষ্ট্রমন্ত্রী রাইসিনা ডায়ালগে অংশ নেয়ার পাশাপাশি এই সফরে তিনি দ্বিপক্ষীয় ইস্যূতে একাধিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করেন। বিশেষ করে রোহিঙ্গা ইস্যূতে আর্ন্তজাতিক জনমত আরো জোড়াল করতে রাইসিনা ডায়ালগে বিশেষ কূটনৈতিক তৎপরতা চালান তিনি। সফর শেষে আজ বিকেলে ঢাকা ফিরেন মাহমুদ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়