শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছে বাংলাদেশ

তরিকুল ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর সমর্থন চেয়েছেন নয়াদিল্লিতে সফররত ঢাকার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এসময় রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করার ক্ষেত্রে মিয়ানমারের উপর আন্তর্জাতিক শিবিরের চাপ বজায় রাখার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে বন্ধু প্রতিম ভারতের প্রতি এ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আহবান জানান।

মাহমুদ আলী বলেন, জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণে মুসলিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। আশা করছি, আগামীতেও সেটি অব্যাহত থাকবে। শরণার্থী পরিস্থিতি মোকাবিলায় মুসলিম দেশগুলোর সহায়তার পরিমান ছিলো উল্লেখযোগ্য।

বহুপক্ষীয় রাইসিনা ডায়ালগে অংশ নিতে দেশটিতে সফররত মাহমুদ আলী গত দুই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার পাশাপাশি নয়াদিল্লিস্থ ওআইসিভুক্ত ইসলামিক দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক নৈশাভোজে মিলিত হন। দেশটির শীর্ষস্থানীয় নীতি গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এই ডায়লগের আয়োজন করে।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সাড়ে চার বিলিয়ন ডলারে বাংলাদেশে যে সব প্রকল্প রূপায়িত হবে তার ১৪টির ক্ষেত্রে ইতিমধ্যেই দুই দেশ অনুমোদন দিয়েছে বলে সুষমা স্বরাজ জানিয়েছেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই হল দ্বিপাক্ষিক সম্পর্কের মূলকথা। আর এক্ষেত্রে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত যেভাবে বেড়েছে তাতে বাংলাদেশ-ভারত সন্তুষ্ট।

পররাষ্ট্রমন্ত্রী রাইসিনা ডায়ালগে অংশ নেয়ার পাশাপাশি এই সফরে তিনি দ্বিপক্ষীয় ইস্যূতে একাধিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করেন। বিশেষ করে রোহিঙ্গা ইস্যূতে আর্ন্তজাতিক জনমত আরো জোড়াল করতে রাইসিনা ডায়ালগে বিশেষ কূটনৈতিক তৎপরতা চালান তিনি। সফর শেষে আজ বিকেলে ঢাকা ফিরেন মাহমুদ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়