শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছে বাংলাদেশ

তরিকুল ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর সমর্থন চেয়েছেন নয়াদিল্লিতে সফররত ঢাকার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এসময় রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করার ক্ষেত্রে মিয়ানমারের উপর আন্তর্জাতিক শিবিরের চাপ বজায় রাখার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে বন্ধু প্রতিম ভারতের প্রতি এ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আহবান জানান।

মাহমুদ আলী বলেন, জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণে মুসলিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। আশা করছি, আগামীতেও সেটি অব্যাহত থাকবে। শরণার্থী পরিস্থিতি মোকাবিলায় মুসলিম দেশগুলোর সহায়তার পরিমান ছিলো উল্লেখযোগ্য।

বহুপক্ষীয় রাইসিনা ডায়ালগে অংশ নিতে দেশটিতে সফররত মাহমুদ আলী গত দুই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার পাশাপাশি নয়াদিল্লিস্থ ওআইসিভুক্ত ইসলামিক দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক নৈশাভোজে মিলিত হন। দেশটির শীর্ষস্থানীয় নীতি গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এই ডায়লগের আয়োজন করে।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সাড়ে চার বিলিয়ন ডলারে বাংলাদেশে যে সব প্রকল্প রূপায়িত হবে তার ১৪টির ক্ষেত্রে ইতিমধ্যেই দুই দেশ অনুমোদন দিয়েছে বলে সুষমা স্বরাজ জানিয়েছেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই হল দ্বিপাক্ষিক সম্পর্কের মূলকথা। আর এক্ষেত্রে দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত যেভাবে বেড়েছে তাতে বাংলাদেশ-ভারত সন্তুষ্ট।

পররাষ্ট্রমন্ত্রী রাইসিনা ডায়ালগে অংশ নেয়ার পাশাপাশি এই সফরে তিনি দ্বিপক্ষীয় ইস্যূতে একাধিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করেন। বিশেষ করে রোহিঙ্গা ইস্যূতে আর্ন্তজাতিক জনমত আরো জোড়াল করতে রাইসিনা ডায়ালগে বিশেষ কূটনৈতিক তৎপরতা চালান তিনি। সফর শেষে আজ বিকেলে ঢাকা ফিরেন মাহমুদ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়