শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ফিফটিতে টাইগারদের সংগ্রহ ৩২০

এম এ রাশেদ : জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে শেষ করেছিল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে যেন ঠিক সেখান থেকেই শুরু করলো টাইগাররা। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে ১৭১ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশকে। তবে সেদিন যেভাবে খেলছিল বাংলাদেশ, তাতে তিনশ প্লাস রানও সহজেই পেরিয়ে যেত তামিম ইকবাল, সাকিব আল হাসানরা।

শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য টস জিতে আগে ব্যাটিং নিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগে ব্যাট করে লঙ্কানদের বড় লক্ষ্যই দিয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২০।
এদিন তিন তিনটি ফিফটি হয়েছে ইতোমধ্যে। তামিম ইকবাল সেঞ্চুরির আশা জাগিয়ে ৮৪ রান করে ফিরেছেন তামিম। সাকিব আল হাসান দারুণ খেলতে খেলতে আউট ৬৭ রানে। ফিফটি তুলে নিয়ে পঞ্চম ব্যাটসম্যান হয়ে ফিরেছেন মুশফিকুর রহীম।

জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। শুক্রবার ঠিক ৮৪ রানেই আউট হলেন এই ড্যাশিং ওপেনার। তবে আগের ম্যাচে ৩৭ রানে আউট হলেও ফিফটি তুলে নেন সাকিব আল হাসান। যদিও ইনিংসটাকে সেঞ্চুরির দিকে নিতে পারেননি তিনিও। লঙ্কান বোলারদের তৃতীয় শিকার হয়েছেন সাকিব।

ওপেনিংয়ে এনামুল হক বিজয়কে নিয়ে ৭১ রানের জুটি গড়েন তামিম। দুইবার জীবন পেয়েও বিজয় ৩৫ রান করে ফিরেন। আগের ম্যাচে ১৯ রান করে ফিরেছিলেন বিজয়। তামিম ১০২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৪ রান করে আউট হন। আকিলা ধনাঞ্জয়ার বলে নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ হন তামিম। বিজয়কে ফিরিয়েছেন থিসারা পেরেরা।

সাকিব ও মুশফিকুর রহীমের তৃতীয় উইকেট জুটি হয়েছে ৫৭ রানের। গুনারতেœর করা ৩৮তম ওভারে সাকিব আউট হয়েছেন নিজস্ব ঢঙেই। রুম করে নিয়ে উচ্চাভিলাসি শট খেলতে চেয়েছিলেন। কিন্তু ফিরেছেন কট অ্যান্ড বোল্ড হয়ে। ২৪ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ লঙ্কান বোলারদের চতুর্থ শিকার হন। নুয়ান প্রদিপের বলে আউট হয়েছেন তিনি। থিসারা পেরেরার বলে মুশফিক বোল্ড হয়ে ফিরেন।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারায় জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়