শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:১১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে গঠিত হলো একাকিত্ব মন্ত্রণালয়

মরিয়ম চম্পা : যুক্তরাজ্যে তৈরি হলো একাকিত্ব মন্ত্রণালয়, আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ট্রেসি ক্রোচ। দেশটিতে একাকিত্ব বা নিঃসঙ্গতা এক গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। সা¤প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় এক কোটি মানুষ নিয়মিত নিঃসঙ্গতায় ভোগেন। সার্বিক গুরুত্ব বিবেচনা করে যুক্তরাজ্য সরকার অবশেষে এ সংক্রান্ত একটি মন্ত্রণালয়ই সৃষ্টি করেছে।

গত বুধবার বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আনুষ্ঠানিকভাবে নতুন এই মন্ত্রণালয়ের কথা জানান। বিবৃতিতে থেরেসা বলেন, শুধু ব্রিটেন নয়, বহু মানুষের ক্ষেত্রেই আধুনিক জীবনের দুঃখজনক বাস্তবতা হলো নিঃসঙ্গতা। এই চ্যালেঞ্জ চিহ্নিত ও মোকাবিলা করতে চাই আমরা। তাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ক্রীড়া ও নাগরিক সমাজ বিভাগের আন্ডার সেক্রেটারি ট্রেসি ক্রোচকে একাকিত্ব বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের দাতব্য সংগঠন এজ ইউকের মুখ্য কর্মকর্তা মার্ক রবিনসন জানায়, একাকিত্ব এমন একটা সমস্যা, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই এখনই সময় এসেছে এটার প্রতিকার তৈরি করার। এদিকে ব্রিটিশ সরকারের গবেষণা বলছে, ব্রিটেনে প্রায় দুই লাখ প্রাপ্তবয়স্ক আছেন, যাঁদের বন্ধু বা স্বজনের সঙ্গে এক মাসের বেশি সময় কথা হয় না।

যুক্তরাজ্যের জো কক্স কমিশন অন লোনলিনেসের বারাত দিয়ে ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ৯০ লাখের বেশি মানুষ হয় সব সময়, নতুবা প্রায়ই নিঃসঙ্গতাবোধ করে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়