শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নির্বাচনে রুশ সম্পৃক্ততা; ব্যাননকে সময় বেঁধে দিল তদন্ত কমিটি

সান্দ্রা নন্দিনী : যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা তদন্তে হোয়াইট হাউজের সাবেক প্রধান পরিকল্পনাকারী স্টিভ ব্যাননকে এমাসের শেষপর্যন্ত সময় বেঁধে দিয়েছে মার্কিন হাউস ইন্টিলিজেন্স কমিটি। প্রদত্ত এই সময়সীমা শেষে ব্যাননকে তদন্তদলের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন নির্বাচন-বিষয়ে তার যাবতীয় অভিজ্ঞতার কথা তুলে ধরতে হবে।

প্রসঙ্গত, এর আগে ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করা ব্যাননকে মঙ্গলবার মার্কিন হাউস ইন্টিলিজেন্স কমিটিতে রাশিয়া ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ব্যানন। তাই দ্বিতীয়বারের শুনানিতে তদন্ত কমিটিতে তাকে আরো কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের জবাব দিতে হবে।

স্টিভ ব্যাননের আইনজীবী উইলিয়াম বার্ক জানান, স্টিভ ব্যানন তদন্ত কমিটির সাথে কথা বলতে খুবই আগ্রহী। তবে, তাকে হোয়াইট হাউজ ও তদন্ত কমিটির সাথে ভারসাম্য রাখতে হচ্ছে। আর একারণেই কী কী তথ্য ব্যানন তার বক্তব্যে উল্লেখ করবেন সেটা নিয়ে যথেষ্ট পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

বার্ক বলেন, এমাসের শেষপর্যন্ত কমিটি সময় বেঁধে দেওয়ায় স্টিভ ব্যাননের জন্য এটি খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা, এত কম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব তথ্যাদি গুছিয়ে নেওয়া তার জন্য বেশ কঠিন হবে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়