শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই মুহূর্তে ভোট হচ্ছে না, তাই হিসেব কষার দরকার নেই: হানিফ

রবিন আকরাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, এই মুহূর্তে ভোট হচ্ছে না। তাই ভোটের হিসেব কষার দরকার নেই। এটা হচ্ছে কাল্পনিক চিন্তা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘এই মুহূর্তে ভোট হলে বিএনপি আশি শতাংশ ভোট পাবে’ এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরাে বলেন, বিএনপির জনপ্রিয়তা মানুষ জানে। জনপ্রিয়তা থাকলে তারা ১৪ সালের নির্বাচনে অংশ নিত। জয়লাভের কোনো সম্ভাবনা ছিল না বলেই তারা নির্বাচনে আসেনি। আমরা আশা করি বিএনপি আগামী ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাছাই করবে।

হানিফ বলেন, বিএনপি এবং খালেদা জিয়া তাদের অপকর্মের জন্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা রাজনীতি থেকেও বিচ্ছিন্ন হওয়ার পথে।

বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, তার বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ দেয়নি। মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এতিমের টাকা আত্মসাত মামলাও তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে।

খালেদা জিয়া মামলা নিয়ে সময় ক্ষেপণ করছেন দাবি করে হানিফ বলেন, বেগম জিয়া এ মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই তিনি সময় ক্ষেপণ করছেন। সরকারের মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রারি করার কোনো উদ্দেশ্যে নেই বলেও জানান হানিফ।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন প্রমুখ। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়