শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৪:৫১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বসেরা সংবাদমাধ্যমের সব খবর ভুয়া!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিশ্বসেরা সংবাদমাধ্যমগুলোয় নিজেকে নিয়ে প্রকাশিত সব খবর ভুয়া বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ওইসব সংবাদমাধ্যমে প্রকাশিত 'ভুয়া খবর'এর জন্য ‘সবচেয়ে অসৎ এবং দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যম’ হিসেবে তাদের পুরস্কৃত করার ঘোষণা করেছেন তিনি। তার 'ফেক নিউজ এওয়ার্ড-২০১৭' এর জন্য তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও ব্যক্তিদের নাম ঘোষণা করেছেন। খবর ডেইলি মেইলের।

বুধবার ট্রাম্প তার টুইটার আইডি থেকে ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড’ বিজেতাদের নাম ঘোষণা করেন। ১০ পুরস্কার বিজয়ীর একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। ওই তালিকা নিজ দল রিপাবলিকান পার্টির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ট্রাম্প তার টুইটে সেই ওয়েবসাইটের লিংকটি শেয়ার করেছেন। সংবাদমাধ্যমগুলোকে আক্রমণের নিশানা করে ট্রাম্পের ৮ জানুয়ারিতেই এ অ্যাওয়ার্ড ঘোষণার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ জানুয়ারি করা হয় বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা।

ট্রাম্পের দেয়া তালিকার প্রথমে আছেন প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য নিউইয়র্ক টাইমস’। সেখানে নিয়মিত কলাম লেখক নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ পল ক্রুগমানকেও ট্রাম্প রেখেছেন শীর্ষে। দ্বিতীয় স্থানে এবিসি নিউজ এবং এরপর যথাক্রমে সিএনএন, ওয়াশিংটন পোস্ট, টাইম ম্যাগাজিন ও নিউজ উইকের নাম।

রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে বলা হয়েছে, “২০১৭ সালজুড়ে পক্ষপাতমূলক, অসততাপূর্ণ এবং পুরোপুরি ভুয়া খবর প্রচার হয়েছে। খবরাখবরগুলো খতিয়ে দেখা গেছে, গণমাধ্যমগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে যেসব সংবাদ প্রচার করেছে তার ৯০ শতাংশই ছিল নেতিবাচক।”

এবিসি নিউজের সাংবাদিক ব্রায়ান রসের করা একটি ভুয়া খবরেরও উল্লেখ রয়েছে তালিকায়। ওই বিস্ফোরক খবরটি ছিল ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে। এতে বলা হয়েছিল, ফ্লিনকে ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। খবরটি প্রকাশিত হওয়ার পর সাংবাদিক রসকে সেটি ‘শুধরে’ নিতে বাধ্য করা হয় এবং কাজ থেকে চার সপ্তাহের জন্য সাসপেন্ডও করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়