শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট নিরসনে ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

উপল বড়ুয়া : গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিরসন ও স্থায়ী পুনর্বাসন জোরদার করার জন্য ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহŸান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, স্থায়ীভাবে রোহিঙ্গাদের স্থায়ীয় পুনর্বাসনে মিয়ানমারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পদক্ষেপ হিসেবে একটা চুক্তিও স্বাক্ষরিত হয়। অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথভাবে আয়োজিত নয়া দিল্লীর একটি হোটেলে ৩ দিনের রেইসিনা আলোচনার শেষ দিনে ‘ম্যানেজিং ডিসরাপটিভ ট্রানজিশন; আইডিয়া, ইন্সটিটিউশন এ্যান্ড ইডিয়মস’ শীর্ষক বক্তৃতায় তিনি এই আহŸান করেন।

আগের দিন বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে সহ¯্রাধিক নিহত ও লক্ষাধিক নির্যাতিত রোহিঙ্গার পাশে দাঁড়ানোর জন্য ইসলামিক ঐক্য গোষ্ঠী ওআইসি’র রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান। বর্তমানে বাংলাদেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আসছে।

রেইসিনা আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আলী ভারতের সাথে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সীমানার নিরাপত্তা নিয়ে কথা বলেন। গত চার দশকে বাংলাদেশ-ভারত সবচেয়ে ভাল সম্পর্ক উপভোগ করছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে শেখ হাসিনা সরকারও ভারতের সাথে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে নিতে ইচ্ছুক বলে জানিয়েছেন তিনি। ইউএনবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়