শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফায়ার এন্ড ফিউরি নিয়ে চালু হবে টেলিভিশন সিরিজ

মরিয়ম চম্পা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা ফায়ার এন্ড ফিউরি বই নিয়ে চালু হচ্ছে টেলিভিশন সিরিজ।

এই টেলিভিশন শো’টির প্রাথমিক নাম ঘোষণা করা হয়েছে মুল নামানুসারে ‘ফায়ার এন্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ।’ টেলিভিশনের ছোট পর্দায় সাত পর্বে দেখানো হবে সর্বাধিক বিক্রিত বই নিয়ে নির্মিত সিরিজটি।

জানা গেছে, বিবিসি’র সাবেক চিফ মাইকেল জ্যাকসনের পাশাপাশি প্রজেক্টটির এক্সিকিউটিভ প্রডিউসারের ভূমিকায় থাকবেন মাইকেল ওলফ। জ্যাকসন বর্তমানে দুটি নাগরিক টেলিভিশন চালু করেছেন। তার টেলিভিশন কোম্পানির প্রথম শো হচ্ছে প্যাট্রিক ম্যালরোজ।

নতুন এই প্রজেক্টটি মেগা সিরিজ হিসেবে বিকিকিনি হবে বলে ধারণা করা হচ্ছে। বইটিতে ক্ষমতায় আসার পর হোয়াইট হাইজে ওলফের সঙ্গে ট্রাম্পের অভূতপূর্ব সাক্ষাতকারসহ হোয়াইট হাউজের কর্মকর্তা কর্মচারী ও তার ব্যক্তিগত সহকারীসহ প্রায় ২০০ জনের সাক্ষাতকারের উপর ভিত্তি করে বইটি লেখা হয়।

নতুন বছরের শুরুতেই নানান বাঁধা উপেক্ষা করে বইটি প্রকাশিত হয়। প্রসিডেন্ট ট্রাম্পকে তিরষ্কার করে লেখা বইটির এ পর্যন্ত ১ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।

এই সিরিজ প্রসঙ্গে ট্রাম্প টুইট বার্তায় বলেন, মাইকেল ওলফ ভেবেছিলেন বিরক্তিকর ও অসত্যে ভরা বইটির প্রত্যেকটি গল্প সে রসিয়ে রসিয়ে বিক্রি করে লাভবান হবে, কিন্তু হায় সে তো দেখি সত্যি খুব লুজার। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়