শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরুল হাসানের ব্যাটিং দৃঢ়তায় ড্র করলো সেন্ট্রাল জোন

নিজস্ব প্রতিবেদক: ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে সাউথ জোন ও সেন্ট্রাল জোনের ম্যাচটি ড্র হয়েছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে নুরুল হাসানের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি ড্র হয়।

গত সোমবার বিকেএসপির মাঠে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়ালটন সেন্ট্রাল জোন। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক সাউথ জোন। ব্যাট হাতে প্রাইম ব্যাংকের অধিনায়ক নুরুল হাসান সোহান ১৩৩ রান করেন। শাহরিয়ার নাফিস ৮০ ও তুষার ইমরান ৫৬ রান করেন।

ওয়ালটন সেন্ট্রাল জোন তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। রবিউল ইসলাম রবির ৯০, সাদমান ইসলামের ৮৯ ও রকিবুল হাসানের ৮৩ রানে ভর করে ওয়ালটন ৫০৫ রান তোলে। ৫৭ রানের লিড পায় ওয়ালটন সেন্ট্রাল জোন। বল হাতে আব্দুর রাজ্জাক ৪টি ও মোসাদ্দেক হোসেন ৩টি উইকেট নেন।
গতকাল বৃহস্পতিবার প্রাইম ব্যাংক তাদের দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে। ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান তোলার পর উভয় দল ড্র মেনে নেয়।

১৩৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাউথ জোনের নুরুল হাসান । এই ম্যাচেই তুষার ইমরান প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হওয়ার গৌরব অর্জন করেন। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়