শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০০০ কি.মি. পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

আবু সাইদ: পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ৫০০০ কিমি পাল্লার অগ্নি সিরিজের সবচেয়ে অ্যাডভান্স এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হল ওড়িশার উপকূলের টেস্ট রেঞ্জ থেকে।এই সফল উৎক্ষেপন ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সক্ষমতা ও প্রতিরোধ শক্তি আরও জোরদার করল।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সমস্ত রাডার, ট্রাকিং সিস্টেম ও রেঞ্চ স্টেশনে ক্ষেপণাস্ত্রের উড়ান সক্ষমতা পর্যবেক্ষণ করেছে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ১৯ মিনিট আকাশে ছিল এবং এই সময়ের মধ্যে ৪,৯০০ কিমি পথ পাড়ি দিয়েছে।

সূত্রের খবর, এদিন সকাল ৯.৫৪ টায় আব্দুল কালাম আজাদ দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপন হয়।

ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, অগ্নি সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড এই ক্ষেপণাস্ত্রে রয়েছে বাড়তি নেভিগেশন সিস্টেম। এরফলে তা নির্ভূলভাবে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যেতে পারে। সর্বাধিক উচ্চতায় পৌঁছনোর পর লক্ষ্যবস্তুর দিকে মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে আরও বেশি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছতে সক্ষম।

অগ্নি সিরিজের প্রথম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর প্রথম পরীক্ষামূলক সফল উৎক্ষেপন হয়েছিল ২০১২-র ১৯ এপ্রিল। এরপর ২০১৩-র ১৫ সেপ্টেম্বর দ্বিতীয়, ২০১৫-র ৩১ জানুয়ারি তৃতীয় এবং ২০১৬-র ২৬ ডিসেম্বর চতুর্থ পরীক্ষামূলক সফল উৎক্ষেপন হয়েছিল। সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়