শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:১৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পদ্মাবৎ’ দেখানো হলে সিনেমা হল জ্বালিয়ে দেয়ার হুমকি রাজপুত সম্প্রদায়ের

আবু সাইদ: ভারতের সুপ্রিম কোর্ট সারা দেশে ‘পদ্মাবৎ’ মুক্তির নির্দেশ দিলেও, ছত্তিসগঢ়ের রাজপুত সম্প্রদায়ের একাংশ এখনও সঞ্জয় লীলা বনশালীর ছবিটির বিরোধিতায় অনড়। ছত্তিসগঢ়ের স্বরাষ্ট্রমন্ত্রী রামসেবক পাইকরার কাছে স্মারকলিপি জমা দিয়ে রাজ্যে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে রাজপুতদের একটি সংগঠন। সেইসঙ্গে ছত্তিসগঢ়ের রাজপুত সম্প্রদায়ের আরও এক সদস্য ট্যুইটারে হুমকি দিয়েছেন, ‘এটাই আমাদের শেষ হুঁশিয়ারি। আমাদের কাছে রানি পদ্মাবতী সর্বোচ্চ সম্মাননীয় ব্যক্তি। কাউকে তাঁর মর্যাদা নিয়ে খেলা করতে দেব না আমরা। যে সিনেমা হলগুলিতে ছবিটি দেখানো হবে, সেই হলগুলি পুড়িয়ে দেওয়া হবে।’

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রাজপুত করণী সেনার প্রধান লোকেন্দ্র সিংহ কালভি বলেছেন, ‘সব সামাজিক সংগঠনকে ছবিটির মুক্তি আটকে দেওয়ার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলিতে ‘পদ্মাবৎ’ চলতে দেওয়া উচিত নয়। যে সিনেমা হলগুলিতে ছবিটি দেখানো হবে, সেগুলির বাইরে কার্ফু-পরিস্থিতি তৈরি করার আবেদন জানাচ্ছি সবাইকে।’

লোকেন্দ্র আরও দাবি করেছেন, ‘পদ্মাবৎ’ মুক্তি পেলে দেশে সামাজিক সমস্যা তৈরি হবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিটিকে নিষিদ্ধ করা উচিত।

হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু একধাপ এগিয়ে বলেছেন, ‘ সুপ্রিম কোর্ট লক্ষ কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত করেছে। এই ছবিটি মুক্তি পেলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। আমাকে ফাঁসি দেওয়া হলেও লড়াই চলবে।’

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো যে রাজ্যগুলিতে ‘পদ্মাবৎ’ নিষিদ্ধ করা হয়েছিল, সেই রাজ্যগুলি সহ সারা দেশেই ছবিটি মুক্তি পাবে। তবে রাজপুতদের সংগঠন সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধিতা করছে। সূত্র: জি নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়