শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১০:১৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও অধিনায়ক

এল আর বাদল : ২০১৭ সালে আইসিসির সদস্যভূক্ত দেশগুলোর ক্রিকেটাররা ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে কেমন পারফরমেন্স করলো এ নিয়ে বিচার বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি। তাদের দৃষ্টিতে আইসিসির (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি) পুরুষ বর্ষসেরা ক্রিকেটার ও অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। এছাড়া ওয়ানডেতেও বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন এ ব্যাটসম্যান। তবে টেস্টে বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
আইসিসির ‘এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেনে পাকিস্তানের হাসান আলী। আর সহযোগী সদস্য দেশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের রাশিদ খান। টি-টোয়েন্টিতে সেরা নৈপুণ্য পুরস্কার পেয়েছেন ভারতের যুবেন্দ্র চাহাল।

টেস্ট ও ওয়ানডের দুই ফরম্যাটেই সেরা অধিনায়ক করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে। যেখানে ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারও নিজেকে দুই ফরম্যাটে ছিলেন। আর ইংল্যান্ডের বিতর্কিত অলরাউন্ডার বেন স্টোকস দুই বিভাগেই জায়গা পেয়েছেন। এছাড়া উইকেটরক হিসেবে দণি আফ্রিকার কুইন্টন ডি ককও দুই বিভাগে নিজের নাম লিখিয়েছেন।

২০১৭ সালের আইসিসি পুরুষ টেস্ট দল :
ডিন এলগার (দণি আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক) (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতশ্বর পুজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (উইকেটরক) (দণি আফ্রিকা) রবিচন্দ্রন অশ্বিন (ভারত) মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) কাগিসো রাবাদা (দণি আফ্রিকা) জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

২০১৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে দল :

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত) বিরাট কোহলি-অধিনায়ক (ভারত), বাবর আজম (পাকিস্তান) এবি ডি ভিলিয়ার্স (দণি আফ্রিকা), কুইন্টন ডি কক (উইকেটরক) (দণি আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরা (ভারত)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়