সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বার্তা সংস্থা রয়টার্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিবাসন ইস্যুতে তার চিন্তা-ভাবনার কথা তুলে ধরেন। এখানে ‘রক্ষণশীল’ রিপাবলিকান হিসেবে নিজেকে আবারও প্রমাণ করেন তিনি।
ডেমোক্রেট ও রিপাবলিকানদের সম্মিলিত সমর্থনে উত্থাপিত ‘ডেভেলপমেন্ট, রিলিফ এন্ড এডুকেশন ফর এলিয়েন মাইনরস অ্যাক্ট’ বা ‘ড্রিমার্স’ বিল নিয়েও কটাক্ষ করে একে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন ট্রাম্প। প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন সিনেটে পরিকল্পনাটি উপস্থাপন করেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রেটিক সিনেটর ডিক ডারবিন।
সিনেট উত্থাপিত প্রস্তাবনাটিকে ‘কেবল ডেমোক্রেটদের দাবি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘রিপাবলিকানদের মূলনীতির সাথে এটি কোনভাবেই যায় না। এমনকী, আমার নির্বাচনি প্রচারণার সময়েও এর তীব্র বিরোধিতা করেছিলাম।’
উল্লেখ্য, আফ্রিকা ও হাইতির অভিবাসীদের সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের জেরে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখিত দেশগুলোকে ‘নোংরা দেশ’ বলে অভিহিত করেছিলেন। রয়টার্স