শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্ব আদায়ে দেড় হাজার কোটি টাকা ঘাটতি

রবিন আকরাম: চট্রগ্রাম কাস্টমস হাউসে ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ হাজার ৬১৫ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে।
তবে একই সময়ে ২০১৬-১৭ বছরের চেয়ে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম কাস্টমস কমিশনার ড. একেএম নুরুজ্জমান জানান, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই- ডিসেম্বর) চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ২৮৫ দশমিক ৩৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২০ হাজার ৬৬৯ দশমিক ৮৪ কোটি টাকা। ফলে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা থেকে এক হাজার ৬১৫ দশমিক ৫০ কোটি টাকা কম আদায় হয়েছে। তবে এই আদায়ের পরিমাণ ২০১৬-১৭ অর্থ বছরের চেয়ে বেশি হওয়ায় বছর হিসেবে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ঘটেছে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, কাস্টমস-এর ৯টি সেকশন ও ৫টি সাবসেকশনে বিভক্ত করে পণ্যের শুল্কায়ন করে রাজস্ব আদায় করা হয়। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৫(এ) সেকশন থেকে রাজস্ব আদায় হয়েছে ৫৫২ দশমিক ২৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১৩ দশমিক ৩৪ কোটি টাকা কম। সেকশন ৫(বি)-তে আদায় হয়েছে ৩৩১ দশমিক ৬৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬২ দশমিক ৬৫ কোটি টাকা বেশি।

এ ছাড়া সেকশন ৭(এ)-তে অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৮৪৮ দশমিক ৪৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪৮ কোটি কম। ৭(বি) সেকশনে প্রথম ছয় মাসে অর্জিত হয়েছে ১ হাজার ৪৪২ দশমিক ৬৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১১ দশমিক ৫৪ কোটি কম।

৮(এ) সেকশনে লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ হাজার ২৮৬ দশমিক ৫৫ কোটি টাকা, কিন্তু প্রথম ছয় মাসের রাজস্ব আদায় হয় ২ হাজার ৩৯৫ দশমিক ৭৭ কোটি টাকা। সেকশন ৮(বি)-তে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ হাজার ২৭৬ দশমিক ৬৭ কোটি টাকা। বিপরীতে অর্জিত হয়েছে ১ হাজার ৯৯৫ দশমিক ৯০ কোটি টাকা।

৯(এ) সেকশনে রাজস্ব আদায় হয়েছে ৮৮৫ দশমিক ২৭ কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৪৪ দশমিক ৪৯ কোটি টাকা কম। সেকশন ৯(বি)-তে রাজস্ব আদায় হয়েছে ২ হাজার ৫০০ দশমিক ১২ কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪ দশমিক ৯৯ কোটি টাকা বেশি। এ ছাড়া ৯(সি)-তে প্রথম ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৪৩ দশমিক ৬২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ দশমিক ৬৬ কোটি টাকা কম।

এ ছাড়া পাঁচটি সাব–সেকশনে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ২৮৬ দশমিক ৬৪ কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২২৯ দশমিক ৪ কোটি টাকা কম। অপরদিকে রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ২৩ দশমিক ৮৪ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২৩ কোটি টাকা বেশি। সূত্র: রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়