শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাখিভ্যানে ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকা নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভালাইপুর-গোপালপুর সড়কে অবৈধ পাখিভ্যানের (মোটর চালিত ভ্যান) চাকায় ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (৫৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত হাসিনা বেগম দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত সুজাদ আলীর স্ত্রী এবং সদর উপজেলার মাখালডাঙ্গা হাইস্কুলের সহকারী শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষিকা হাসিনা বেগম অন্যান্য দিনের মত বুধবার বিকেলে স্কুল ছুটি শেষে অবৈধযান পাখিভ্যানের নিজ বাড়ি দামুড়হুদার গোপালপুর যাওয়ার পথে ভালাইপুর-গোপালপুরের মধ্যবর্তী স্থানে পাখিভ্যানের চাকায় তার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ রানা হাসিনা বেগমকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়