শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডারেল সরকার প্রবর্তনের প্রস্তাব ফিলিপাইন পার্লামেন্টে

ইমরুল শাহেদ : ফিলিপাইনকে ফেডারেল সরকার পদ্ধতিতে পরিবর্তনের জন্য মঙ্গলবার থেকে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বিতর্ক শুরু হয়েছে। দেশটিতে যদি ফেডারেল সরকার পদ্ধতি প্রবর্তিত হয় তাহলে বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এক দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন। তবে ফিলিপাইনের সিনেটররা বুধবার বলেছেন, নিম্ন কক্ষের প্রস্তাব অনুসারে দুই মাসের মধ্যে সংবিধান সংশোধন করে ফেডারেল পদ্ধতি আনা কিছুতেই সম্ভব নয়।
সরকার পদ্ধতি পরিবর্তনের পক্ষে যারা রয়েছেন, তারা চান দুই মাসের মধ্যে সংবিধান পরিবর্তন করে আগামী মে মাসে গণভোট দিতে। প্রতিনিধি পরিষদে সিনেটের বিরোধী পক্ষ চাইছে এ বছরই যাতে সংবিধান দ্রুত পরিবর্তন হতে না পারে। যে কোনো ধরনের বিলম্বই রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করবে। সংবিধান সংশোধন ফিলিপাইনের জন্য একটা সংঘাত সৃষ্টিরই একটি ইস্যু। সমালোচকরা বলবেন, পার্লামেন্ট সদস্যরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চেষ্টা করছে।
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তিনি তার বর্তমান মেয়াদের বেশি একদিনও ক্ষমতায় থাকতে চান না। তার এই মেয়াদ শেষ হবে ২০২২ সালে। প্রয়োজন হলে তার আগেই তিনি ক্ষমতা ছেড়ে দিতে চান।
সরকার পদ্ধতি ফেডারেল করার বিষয়ে দুতার্তের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। তার লক্ষ্য ছিল, ম্যানিলা ভিত্তিক রাজনীতি যাতে কোনো অবজ্ঞা দেখাতে না পারে।
নিম্ন কক্ষে তার রাজনৈতিক মিত্ররা সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে। উচ্চ কক্ষের উর্ধ্বতন কর্মকর্তা রালফ রেক্টো বলেছেন, প্রতিনিধি পরিষদ সংবিধান সংশোধনের যে ১০ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে তা উচ্চ কক্ষে গিয়ে মুখ থুবড়ে পড়েছে।
রেক্টো বলেন, ‘আমাদের পক্ষে ১০ অধিবেশন সপ্তাহে সেটা করা সম্ভব নয়।’ তাছাড়া তার সহকর্মীরা ১৯৮৭ সালের সংবিধানের পরিমার্জন পক্ষেই নয়। সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়