মুফতি আবদুল্লাহ তামিম: সৌদি আরবের শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ আল-কালাফ সৌদি নিরাপত্তা বাহিনীর গুলিতে সোমবার নিহত হয়।
পর পর কয়েকটি সন্ত্রাসী কর্মকা- ও সাধারণ একজন নাগরিককে গুলি করে হত্যা করার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। সরকারি সূত্র অনুযায়ী, রাষ্ট্রীয় নিরাপত্তা কর্তৃপক্ষ আব্দুল্লাহ বিন মিরজা আবদুল্লাহ আল-কালাফকে অনেক দিন ধরে খুঁজছিলো। কর্মকর্তারা জানান আল-কালাফ একটি মিথ্যা লাইসেন্সে প্লেট কিংবা একটি দামি গাড়িতে অধিক সময় অতিবাহিত করতো। এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াতো। তাকে কাতিফ প্রদেশের আওয়ামিয়া শহরে সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপত্তা পর্যবেক্ষণ ও নজরদারির সময় খুঁজে পায় পুলিশ। পিছু ধাওয়া করলে পলায়নের সময় এই ঘটনা ঘটে বলে জানায় নিরাপত্তা বাহিনী।
আল-কালাফকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি বিনিময়ের সময় কালাফ নিহত হয়। পুলিশের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তার গাড়ি থেকে ক্লাশিনক্লভ ও স্টেনগান, এম এম গ্লাস, ৯৪ মেশিনগান, ১৪ রাউন্ড পিস্তল, এন্টি-ফ্ল্যাশ গিয়ার, মাস্কসহ আধুনিক অনেক সামরিক অস্ত্র উদ্ধার করে পুলিশ। আরব নিউজ
।