শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শততম ম্যাচ পরিচালনার পুরস্কার পেলেন ডেভিড বুন

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে বুধবার শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচের মধ্য দিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের শততম ওয়ানডের মাইলফলক স্পর্শ করল। বিশ্বের অন্য যে কোনো মাঠকে পেছনে ফেলেছে মিরপুর। এক মাঠে ওয়ানডে আয়োজনের সেঞ্চুরির দ্রুততমের রেকর্ডও করল স্টেডিয়ামটি। শচীন টেন্ডুলকারকে শততম সেঞ্চুরিটাও হয়েছে এই মাঠে।

সোমবার এখানেই রুবেল হোসেন ওয়ানডেতে উইকেট শিকারের সেঞ্চুরি করেন। তবে এদিন শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের শততম ওয়ানডেতে আরেকটি শতকের মাইলফলক দেখল ক্রিকেট বিশ্ব। ম্যাচ রেফারি হিসেবে নিজের শততম ওয়ানডের মাইলফলক ছুঁয়েছেন ডেভিড বুন। এ উপলক্ষে ডিজিটাল বোর্ডে অভিনন্দন জানানো হয় ৫৭ বছর বয়সী এ ম্যাচ রেফারিকে।

২০১১ সালের ৮ সেপ্টেম্বর বুলাওয়েতে জিম্বাবুয়ে-পাকিস্তানের মধ্যকার ওয়ানডে ম্যাচটি দিয়ে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। ১০০ ম্যাচের মধ্যে বাংলাদেশেই ১৫টি ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করলেন তিনি। এছাড়া ২০১২ সালের এশিয়া কাপ, ২০১৫ সালের বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ম্যাচ রেফারি দায়িত্ব পালন করেছেন বুন।

১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া বুনের খেলোয়াড়ি জীবনও দারুণ উজ্জ্বল। ১৯৮৪ সালের ১২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেলবোর্নে অভিষেক হওয়া বুন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৮১টি ওয়ানডে। ৫টি সেঞ্চুরি নিয়ে ওয়ানডেতে তার গড় ৩৭.০৪। একই বছর ২৩ নভেম্বর ব্রিসবেনে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্টে অভিষেক হয় ডানহাতি এ ব্যাটসম্যানের। ১০৭ টেস্টে সেঞ্চুরি করেছেন ২১টি। রান ৭৪২২। টেস্টে তার ব্যাটিং গড় ৪৩.৬৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়