শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গতবছর ১২১৭ কোটি ৫৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ করেছে বিজিবি

ইসমাঈল হুসাইন ইমু : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতবছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান ও মাদক জব্দ করেছে। বুধবার বিজিবির জনসযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন রেজা এতথ্য জানিয়েছেন।

আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৪০ হাজার ৬০৮ বোতল বিদেশী মদ, ১৪ হাজার ১৪৬ লিটার বাংলা মদ, ৪৯ হাজার ৬৫০ ক্যান বিয়ার, ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৩৫৭ কেজি গাঁজা, ৪৪ কেজি ৩২৪ গ্রাম হেরোইন, নেশাজাতীয় ইনজেকশন ২৮হাজার ২৮০ এবং ১ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ২৫১টি অন্যান্য ট্যাবলেট।

আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ২ লাখ ৫৩ লাখ ৯০৮টি শাড়ী, ৫০ হাজার ৫৯০টি থ্রিপিস/শার্টপিস, ৪৭ হাজার ১৩ মিটার থান কাপড়, ১৮ হাজার ৪০১টি তৈরী পোশাক, ২ লাখ ৪২ হাজার ৫৬০ সিএফটি কাঠ ও ৪২ কেজি ১০৬ গ্রাম স্বর্ণ।

একই সময়ে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৫ টি পিস্তল, ৪৮ টি বন্দুক, ৩০০ টি গুলি, ৬১ টি ম্যাগাজিন এবং ১ টি রিভলবার। বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৬৮৯ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ১১৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর সে দেশের সেনাবাহিনীর চলমান অত্যাচার, নির্যাতন ও জাতিগত নিধন কর্মকান্ডের প্রেক্ষিতে গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকারী ১০ লাখ রোহিঙ্গা শরনার্থীদের প্রাথমিকভাবে সাময়িক আশ্রয়, নিরাপত্তা সহায়তা, সীমিত মেডিক্যাল সহায়তা প্রদানসহ বাংলাদেশে আশ্রয় শিবিরে স্থানান্তর এবং রেজিষ্ট্রেশন কার্যক্রমে বিজিবি অগ্রনী ও প্রসংশনীয় ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, ২০১৬ সালে বিজিবি’র অভিযানে ১১৬১ কোটি ৬৭ লাখ ১৭ হাজার মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়