শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫২ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরা চক্ষু থাকতে অন্ধ, কান থাকতে বধির (ভিডিও)

সারোয়ার জাহান: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে আরেক শ্রেণির মানুষ আছে, সমস্যা তাদের নিয়ে। যখন দেশ গণতান্ত্রিক ধারায় চলে, তখন তাদের কিছুই ভাল লাগে না, যখন উন্নয়নের পথে দেশ এগিয়ে যায় তারা উন্নয়নটা চোখে দেখে না। এমনকি বললেও শুনে না। ‘এরা চক্ষু থাকতে অন্ধ, কান থাকতে বধির’।

বুধবার জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, তাদের মাথার মধ্যে একটি জিনিসই থাকে। যখন দেশে অসাংবিধানিক সরকার আসে, তখন তারা মনে করে তাদের একটু গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কারণ তাদের ক্ষমতায় থাকার ইচ্ছা আছে, পতাকা পাবার ইচ্ছা আছে। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয় না। ইচ্ছা পূরণ করতে হলে জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচন করে ক্ষমতায় আসার মত তাদের যোগ্যতা নেই। তাই বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার পথটা কোথায়, সেই ওলিগলি অনবরত তারা খুঁজতে থাকে। আর এই অলিগলি খুঁজতে গিয়ে তারা যত উন্নয়নই করেন না কেনো, তারা তা চোখেই দেখে না। কোন মতেই চোখে দেখে না।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টা করা হলো, কোনো বাঁকা  পথে ক্ষমতায় আসা যায় কি না। জনগণের চাপে সেটা যখন হলো না। তখন অনেকেই বিছানায় শুয়ে পড়লেন। যে আহারে আর পতাকাটা পেলাম না, আর বুঝি হবে না। নির্বাচন আসলেই এই শ্রেণি আবার মাথা চাড়া দিয়ে ওঠে, আর আমি পূর্বে বলেছি, তারা চক্ষু থাকতে অন্ধ, কান থাকতে বধির। তারা কোনো ভাল কাজই দেখে না। ভাল কাজ দেখারমত তাদের সেই দৃষ্টিভঙ্গিই নাই, তারা ভাল চোখে দেখেন যখন অবৈধ ভাবে ক্ষমতায় আসেন। যখন ইমার্জেন্সি সরকার ক্ষমতায় আসে, তখন যারা দুর্বল অবস্থায় ক্ষমতায় এসে তাদেরকে ডাকেন।  ঐ ‘‘আতু’’ করে ডাক দিলেই তারা ছুটে চলে যান। এই শ্রেণিটাই সব থেকে যন্ত্রনাদায়ক। দেশের জন্য, মানুষের জন্য, আর মানুষের অকল্যানের জন্যই বেশি ব্যস্ত থাকে তারা।

প্রধানমন্ত্রী আরো বলেন, তারা ভাবে যে আমি থাকলেই তাদের যত সমস্যা। বাংলাদেশের মানুষ সমর্থন করে। আমি নিজের জীবনের পরোয়া করি না। ভয়ভীতি কাজ করে না। যেটা আমার আদর্শ, আমার চিন্তা, যেটা আমি করতে চাই দেশের মানুষের কল্যানে সেটাই আমি করার জন্য চেষ্টা করি। সে জন্য আমার উপর বুলেট,গুলি, গ্রেনেট, হামলা হয় তবুও আমি মরি না। আল্লাহ কি ভাবে আমাকে বাচিয়ে নিয়ে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়