শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:৩০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ উইকেটের মালিক হলেন রাজ্জাক

আক্তারুজ্জামান: অনেক দিন ধরেই জাতীয় দলে উপেক্ষিত একসময়ের ভরসা আব্দুর রাজ্জাক। তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটে মাইলফলক।

৪৯৯ উইকেট ঝুলিতে রেখে বুধবার বিকেএসপিতে বিসিএলে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হয়ে মাঠে নেমে সাদমান ইসলামকে ফিরিয়ে দিয়ে এই কীর্তি গড়েন অভিজ্ঞ এ বাঁহাতি স্পিনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩তম ম্যাচে রাজ্জাক স্পর্শ করলেন ৫০০ উইকেট। প্রথম শ্রেণিতে ১১২ ম্যাচ খেলে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এনামুল হক জুনিয়রের উইকেট ৪৩৮টি।

৪৯০ উইকেট নিয়ে এবারের বিসিএল শুরু করেছিলেন রাজ্জাক। আগের রাউন্ডে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩ উইকেট। ফলে একটি উইকেটের জন্য রাজ্জাককে তাই থাকতে হয় অপেক্ষায়।

এই রাউন্ডেও শুরু হয়েছিল অপেক্ষা। কুয়াশার কারণে বাধাগ্রস্থ হয়েছে প্রতিদিনের খেলা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৩ ওভার বোলিং করেও উইকেটের দেখা পাননি। তৃতীয় দিনেও পাচ্ছিলেন না কাক্সিক্ষত সাফল্য। শেষ বিকেলে সাদমানকে ৯৩ রানে আউট করে পেয়েছেন পাঁচশ উইকেট অর্জনের স্বাদ।

বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশিবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডও রাজ্জাকের, ৮ বার। যার মধ্যে সেরা বোলিং ফিগার হলো ৮৪ রানের বিনিময়ে ৯ উইকেট। ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন ৩০ বার এবং ১০ উইকেট নিয়েছেন ৮ বার।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের তালিকায় আছেন, এনামুল হক জুনিয়র ১১২ ম্যাচে ৪৩৮ উইকেট। ৩২ বার ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন। ১০ উইকেটের দেখা পেয়েছেন ৬ বার।

মোহাম্মদ শরিফ ৩৯১ টি উইকেট পেয়েছেন ১২৯ ম্যাচে। মোশাররফ হোসেন ৯৮ ম্যাচ খেলে পেয়েছেন ৩৬০ উইকেট। ৮৫ টি ম্যাচ খেলে ৩৪৬ উইকেটের মালিক সাকলাইন সজিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়