নুরুল আমিন হাসান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বাতিলের দাবিতে করা আন্দোলনের সমন্বয় মশিউর রহমানকে পুলিশের হাতে তুলে দেওয়া ও ছাত্রীদের ছাত্রলীগের ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে নিরব ভুমিকা পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র প্রক্টর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর গোলাম রব্বানীর কার্যালয়ে বুধবার দুপুর ২ টার দিকে ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বাতিলের দাবিতে করা আন্দোলনের সমন্বয় মশিউর রহমানকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও ছাত্রীদের ছাত্রলীগের ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে নিরব ভুমিকা পালনের জন্য বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।
এসব ঘটনায় বিক্ষুব্ধ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা দুপুরের দিকে অপরাজেয় চত্ত্বরে ছাত্রীদের নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করে অংশ নেয়।
পরে প্রক্টরের পদত্যাগ নয়তো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে তার কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রথমে প্রক্টরের প্রধান গেটের দরজা ভেঙে ফেলে। পরে তারা ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।