শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটপাত থেকে হকার উচ্ছেদ আইনে সঠিক, তবে অমানবিক: স্থানীয় সরকার মন্ত্রী

হ্যাপী আক্তার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফর হোসেনে বলেছেন, নারায়ণগঞ্জের শামীম ওসমান ও মেয়র আইভীর মধ্যে যে বিষয়ে বিরোধ হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। তাদের একজন মেয়র, আরেকজন নির্বাচিত জনপ্রতিনিধি। একদিকে, আইভী বলছেন ফুটপাথ হকারদের জন্য নয়, এটি পথচারীদের জন্য। এখন, তিনি যদি ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেন এটা আইনগত দিক থেকে ঠিক আছে। কিন্তু তারা যখন ফুটপাতে বসে ব্যবসা শুরু করে তখন কেন বাধা দেওয়া হলো না, এটাও একটি প্রশ্ন।

বুধবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হকারদের পুনর্বাসন না করে হঠাৎ করে উচ্ছেদ করাও ঠিক হয়নি। আমি কাজটিকে অনৈতিক না বলে অমানবিক বলবো।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সেখানে কী ঘটেছে, যতক্ষণ পর্যন্ত বিষয়টি সম্পর্কে না বোঝা যায় ততক্ষণ কোনো ধরনের ঘোষণা দেওয়া যাচ্ছেন না।

ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চাষাড়ায় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সাংসদ শামীম ওসমানের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হয়েছেন।  মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

এদিকে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বুধবার বলেছেন, আজই শামীম ওসমান ও সেলিনা হায়াত আভীকে ঢাকায় তলব করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আনিস/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়