শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:০৬ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুচ্ছ পদ্ধতির ভালো-মন্দ দুটোই আছে : অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী

আশিক রহমান : গুচ্ছ পদ্ধতির ভালো-মন্দ দুটোই আছে। সুবিধা-অসুবিধা আছে। সুবিধা হচ্ছেÑ শিক্ষার্থীরা একবার পরীক্ষা দিয়ে অনেক হয়রানি থেকে বেঁচে যাবে। ৩৬টি পরীক্ষায় অংশগ্রহণ না করে একটা বা দুটো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় তাহলে তাদের খরচ কম হবে। হয়রানি থেকে বেঁচে যেত। যে ট্র্যাভেল করতে হয়, তা থেকে বাঁচবে।

আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী আরও বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েরই একটি সেট স্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড কিন্তু ইউনিফরম নয়। যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো মেথ অ্যান্ড ফিজিক্স-এর উপর খুব বেশি জোর দেয়। আবার জেনারেল সায়েন্সে মেথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব বিষয়ের উপরই জোর দেয়। আর্স-এ সাবজেক্ট ওয়াইজ অ্যাবিলিটি, স্কিলড দরকার হয়। এগুলো হয়তো গুচ্ছ পদ্ধতিতে ৫-৭ পরীক্ষা নিয়ে এটা ওভারকাম করা যেতে পারে। কিন্তু যেটা করা যাবে না তা হচ্ছে একেকটি ইউনিভার্সিটি রিকয়ারমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড ধরে রাখা। ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, ধারাবাহিকতা আছে গুচ্ছ পদ্ধতি করে তা কতটুকু ধরে বাস্তবায়ন সম্ভব তা জানি না। কারণ বাল্ক করতে গেলে কোয়ালি সাফার করে। আমি যদি বাল্ক করি তাহলে কোয়ালিটি সাফার করবে।

ড. এ কে আজাদ বলেন, বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ই নিজস্ব পদ্ধতিতেই ভর্তি কার্যক্রম পরিচালনা করে। এখন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি উদ্যোগ গ্রহণ করেছে সহজ করার জন্য। সহজ হয়তো হবে, কিন্তু কোয়ালিটি যে সাফার করবে না এটা জোর দিয়ে বলা যাবে না। তবে এ পদ্ধতি বাস্তবায়ন করতে গেলে স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর উপর কিছুটা হস্তক্ষেপ তো হবেই। কারণ তাদের স্বকীয় বৈশিষ্ট্য, স্বায়ত্বশাসন, পরীক্ষার রেজাল্ট প্রকাশ ও ভর্তি করার এখতিয়ার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসন তাদের রক্ষাকবচ। অনেকেই তা কার্টেল করতে চায়, কিন্তু এর পক্ষে আমি নই। কেননা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের জন্য আমিও আন্দোলন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়