শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইরিশ গায়িকার আকষ্মিক মৃত্যুতে স্তম্ভিত সঙ্গীতাঙ্গন

ডেস্ক রিপোর্ট : হোটেল কক্ষে আকষ্মিক মৃত্যুবরণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইরিশ রক ব্যান্ড ‘দ্য ক্র্যানবেরিজ’-এর প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট ডোলর্স ও’রিয়রডন। সোমবার লন্ডনের একটি হোটেল থেকে ৪৬ বছর বয়সী এই আইরিশ রকস্টারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি । সিএনএন সূত্রে খবর, এই শিল্পীর জনসংযোগ আধিকারিক লিন্ডসে হোমস ডোলর্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হোমস জানিয়েছেন, লন্ডনে রেকর্ডিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। ডোলর্সের মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার পরিবার।

এদিকে মাত্র ৪৬বছর বয়সেই এই রক গায়িকার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার হাজার হাজার ভক্ত স্তম্ভিত। ডোলর্সের মৃত্যুতে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগনিস গভীর শোক জ্ঞাপন করে বলেছেন, ‘রক ও পপ সঙ্গীতে দ্য ক্র্যানবেরিজের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। আয়ারল্যান্ডের পাশাপাশি গোটা বিশ্বেই খ্যাতি পেয়েছিলেন ডোলর্স ও’রিয়রডন। তার মৃত্যু এক বড়ো ক্ষতি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকের বন্যা বইছে। আয়ারল্যান্ডের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন ।

‘দ্য ক্র্যানবেরিজ’ ব্যান্ডের সহশিল্পী, নোয়েল, মাইল এবং ফার্গল টুইটে লিখেছেন, ‘আমরা বন্ধু বিয়োগে বিধ্বস্ত । ও’রিয়রডন এক অসাধারণ শিল্পী, আমরা গর্বিত তার জীবনের অংশ হতে পেরে । বিশ্ব আজ এক ভালো শিল্পীকে হারালো ।’

আরেক জনপ্রিয় আইরিশ সঙ্গীতশিল্পী হজিয়ের শোক প্রকাশ করে বলেছেন, ‘আমার প্রথম শোনা ডোলর্স ও’রিয়রডনের গান আমি কখনোই ভুলবো না। আমার মনে প্রশ্ন জাগতো, এরকম অসাধারণ এক কন্ঠকে রকসংগীতের শব্দের প্রেক্ষিতে কীভাবে তিনি ব্যবহার করতেন! আমি কখনো কাউকে এরকম যন্ত্রসংগীত ব্যবহার করতে শুনিনি। তার মৃত্যুর সংবাদে আমি শোকস্তব্ধ।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকের মাঝামাঝি সারা বিশ্বে খ্যাতি অর্জন করে এই ব্যান্ড। লিঙ্গার, জম্বি বা ড্রিমসের মতো বেশকিছু গানই খ্যাতি এনে দিয়েছিল ‘দা ক্র্যানবেরিজকে। আর প্রায় ১৩ বছর এই ব্যান্ডের প্রধান গায়িকা ছিলেন ডলোরস। ডুরান ডুরানের প্রাক্তন ট্যুর ম্যানেজার ডন বারটনকে ১৯৯৪ সালে বিয়ে করেন ডলোরাস। তাঁদের তিনটি সন্তান আছে। ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয় তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়