মুফতি আবদুল্লাহ তামিম : ইস্তাম্বুলে অবস্থিত প্রগৈতিহাসিক কালের বুলগেরিয়ান একটি গীর্জা পুনঃস্থাপন ও সংরক্ষণ করবে তুরস্ক । আর তার বিনিময়ে অটোমান আমলের একটি মসজিদের সুরক্ষা দেবে বুলগেরিয়া। গীর্জা এবং মসজিদের সুরক্ষা দেওয়ার জন্য সম্প্রতি এমন একটি চুক্তি করেছে বুলগেরিয়া ও তুরস্ক।
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান রোববার ইস্তাম্বুলের ঐতিহাসিক বুলগেরিয়ান গীর্জা পুনস্থাপনের ঘোষণা দেন। ১৮৯৮ সালে পূর্বের কাঠামোর উপর ভিত্তি করে সর্বশেষ এটিকে মেরামত করা হয়েছিলো।
এরদোগান এ বিষয়ে বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে খ্রিষ্টান সম্প্রদায়ের গুরুত্বকে সামনে রেখে পুনরায় এই গীর্জাটি চালু করা দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।’ তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকেই যেন তার ধর্মের উপাসনা করতে পারে সেই ব্যবস্থা করে দেয়া।’
প্রাগৌতিহাসিক গির্জাটির নাম সেন্ট স্টিফেন চার্চ। বালাত অঞ্চলের শহরের গোল্ডেন হর্ন তীরে অবস্থিত। এরদোগান বলেন, ‘বুলগেরিয়ায় অটোমান যুগের একটি মসজিদও পুনঃস্থাপনের কাজ চলছে।’ আনাদোলু এজেন্সি