শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কার আপনার কর্মজীবনে কাজের গতি বাড়াবে: ডিএমপি কমিশনার

মাসুদ আলম : ঢাকা মেট্রোপলিন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান বলেছেন, আপনাদের কাজের মধ্যে আমি সততা, পেশাদারিত্ব, দেশপ্রেম ও জনদায়বদ্ধতা দেখেছি। এই জন্য আপনাদেরকে স্যালুট জানাই। নিজেদের পেশা, জনদায়বদ্ধতা ও নীতির উপর অটল থেকে জনসেবা দিতে হবে।

মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিসেম্বর ২০১৭ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। কমিশনার আরও বলেন, আজকে যারা পুরস্কৃত হয়েছেন। এই পুরস্কার আপনার কর্মজীবনে কাজের গতি বাড়াবে বলে আমি মনে করি।

এছাড়া পুলিশের মাসিক অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার। ডিসেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) পল্লবী জোনের সিনিয়র এসি এবিএম জাকির হোসেন। ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচীর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ট্রাফিক ওয়ারীর অতিঃ উপ-পুলিশ কমিশনার মো. সায়েদুল ইসলাম ও ট্রাফিক নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.আনিচ উদ্দীন (মিঠু)। ছিনতাইকারী গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুজ্জামান ও ভাটারা থানা এসআই নাজমুল হুদা। গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-পশ্চিম বিভাগ। অপহৃত শিশু ও ভিকটিম উদ্ধারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন ক্যান্টনমেন্ট জোনাল টিম।

আসামী গ্রেফতারে সম্মিলিতভাবে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার তেজগাঁও শিল্পাঞ্চল জোন, অস্ত্র ও মাদক উদ্ধারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনা নাদিয়া জুঁই খিলগাঁও জোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়