শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিক্ষোভের মুখে পড়লেন ইসরাইলের প্রধানমন্ত্রী

আবু সাইদ: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভারত সফরের বিরুদ্ধে দিল্লিতে বাম ফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার দিল্লিতে  ইন্ডিয়া গেইটের কাছে সিপিআই, সিপিআই(এম), সিপিআই(এমএল), এসইউসিআইসহ বিভিন্ন বামপন্থী দলের পক্ষ থেকে ইসরাইলবিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহনসহ স্লোগান দেন। বিক্ষোভকারীরা সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, ফ্রি, ফ্রি প্যালেস্টাইন, নেতানিয়াহুকে স্বাগত জানানো বন্ধ কর, ফিলিস্তিনি জনতার আন্দোলনকে ‘লাল সালাম’ ইত্যাদি স্লোগানে সোচ্চার হন।

তারা ইসরাইলি হামলাকারী- মুর্দাবাদ, ফিলিস্তিনি মুক্তি আন্দোলন জিন্দাবাদ, হত্যাকারী নেতানিয়াহু গো ব্যাক, ফ্যাসিস্ট নেতানিয়াহু গো ব্যাক, ফিলিস্তিনিনের রাজধানী জেরুজালেম ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

দিল্লির ইন্ডিয়া গেটের কাছে ওই বিক্ষোভ মিছিলে বাম ফ্রন্ট নেতা ডি রাজা, প্রকাশ কারাত, অতুল কুমার আনজান প্রমুখ উপস্থিত ছিলেন। বাম ফ্রন্ট নেতা ডি রাজা বলেন, "আরব দেশ নয়- এমন দেশের মধ্যে ভারত প্রথম ফিলিস্তিনিদের স্বাধীনতাকে সমর্থন জানিয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদি সরকার সেখানকার মানুষদের ওপর জুলুম চালানো ইসরাইল দেশকে নিজেদের বন্ধু করছে। সেখানকার প্রধানমন্ত্রীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু আমরা এটা বলতে চাই যে, ভারতীয় জনতা তাকে স্বাগত জানাচ্ছে না।"

বাম ফ্রন্ট নেতা অতুল কুমার আনজান বলেন, "ভারত ইসরাইলের অস্ত্রের সবচেয়ে বড় রফতানিকারক দেশে পরিণত হয়েছে। ৪০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির অর্থ ফিলিস্তিনি জনগণের নির্যাতনের কাজে ব্যবহার হচ্ছে।"

সিপিআই(এম) নেতা প্রকাশ কারাতের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী ইসরাইলি ঔপনিবেশিক নীতি সমর্থন করছেন। প্রধানমন্ত্রী যখন ইসরাইল সফরে গিয়েছিলেন তখন তিনি ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেননি বলেও শ্রী কারাত বলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়