শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে ক্ষেপনাস্ত্র হামলার ভুল সতর্ক বার্তা!

জাহিদ হাসান : উত্তর কোরিয়ায় একটি ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ভুল বার্তা প্রচার করে জাপান। মঙ্গলবার জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ওই ভুয়া সতর্কবার্তা প্রচার করে। তবে কয়েক মিনিটের মধ্যেই এ সতর্কবার্তা সংশোধন করে এনএইচকে।

কী কারণে এই ভুল হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভুল সতর্ক বার্তাটির কারণ খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে এনএইচকে’র একজন মুখপাত্র।

এনএইচকে’র মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের সতর্কবার্তায় বলা হয়, ‘উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে...দেশের মানুষকে ভবন অথবা আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে সরকার।’

রাষ্ট্রীয় এ সম্প্রচার মাধ্যমের অনলাইন নিউজ সার্ভিস একই ধরনের সতর্কবার্তা ব্যবহারকারীদের মোবাইল ফোনে পাঠায়। এ ঘটনার পাঁচ মিনিট পর এনএইচকে সতর্কবার্তা সম্প্রচার করে অপর একটি বার্তা পাঠায়।
জাপানের এ সতর্কবার্তার একদিন আগে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে সেখানকার বাসিন্দাদের মোবাইল ফোনে একই ধরনের ভুয়া সতর্কবার্তা পাঠায় কর্তৃপক্ষ। পরে সেই বার্তায় সংশোধনী এনে ভুল স্বীকার করা হয়।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়া ষষ্ঠ ও বৃহত্তম পারমাণবিক পরীক্ষা চালায়। পরে নভেম্বরে নতুন ধরনের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি জানায় পিয়ংইয়ং; যা যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম।

এর জেরে কোরীয় দ্বীপে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়া প্রতিনিয়ত প্রতিবেশি জাপানসহ যুক্তরাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়ে আসছে। তবে জাপানে ভুল সতর্কবার্তা প্রচারের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কি-না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়