শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে বিচারাধীন ৩৩ লাখের বেশি মামলা

রবিন আকরাম: সারাদেশে বিচারাধীন রয়েছে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা। আর ৫ বছর ধরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে ২ লাখের ওপরে মামলা, নিম্ন আদালতে রয়েছে ৬ লাখের ওপরে। এজলাস ও বিচারক সংকটসহ বেশ কিছু কারণে মামলার দীর্ঘসূত্রিতা বাড়ছে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা।

সংকট নিরসনে দ্রুত বিচারক নিয়োগ, অবকাঠামো, আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ ব্রিটিশ আমলের আইন যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন তারা। তা না হলে ন্যায় বিচার বাধাগ্রস্থ হবে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা।

পৃথক বিচার বিভাগের যাত্রা শুর হয় ২০০৭ সালের ১ নভেম্বর। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১০ বছর পার হলেও এখনও অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি।

এজলাস সংকটের কারণে নিন্ম আদালতের অনেক বিচারক পুরো কর্মঘণ্টা বিচার কাজে ব্যয় করতে পারছেন না। অনেক ক্ষেত্রে একই এজলাসে সহকর্মীর সঙ্গে ভাগাভাগি করে বিচার কাজে অংশ নিচ্ছেন অন্য বিচারক। যার প্রভাব পড়ছে মামলা নিষ্পত্তিতে।

সুপ্রিম কোর্টের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আদালতগুলোতে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে হাইকোর্টে চার লাখ ৭৬ হাজার ৭৫০টি। আর আপিল বিভাগে রয়েছে ১৬ হাজার ৫৬৫টি মামলা।

২০১৬ সালে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩১ লাখ ৫৬ হাজার ৮৭৮টি। ন্যায় বিচারের স্বার্থে দ্রত মামলা নিষ্পত্তির তাগিদ দিয়েছেন আইনজীবীরা। সূত্র: একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়