শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাপুরে প্রবীণ খেলোয়াড়দের ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

মো.সানোয়ার হোসেন,মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া গ্রামের প্রবীণ খেলোয়াড়দের অংশগ্রহণে গতকাল সোমবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৮’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলা উপলক্ষে খেলার মাঠটিকে বেশ সাজ সজ্জাকরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ১২টি আতসবাজি ফুটানো হয়। তারপর অতিথিদের বরণ করা হয় পুষ্প দিয়ে। বহুরিয়া বাজার মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন।

বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম সিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাখায়াত হোসেন. প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ভারতেশ^রী হোমস্রে সহকারী অধ্যাপক ঘোষ অমলেন্দু বাশি।

আরো উপস্থিত ছিলেন বহুরিয়া ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সামাদ সিকদার, ২নং ওয়ার্ড মেম্বার শাহ্জাহান মিয়া, বহুরিয়া ইউপি (সাবেক) মেম্বার মো. ফালু সিকদার, মো. রেদুওয়ান সিকদার রতন, নূর আহম্মদ খান, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কয়েদ আলী সিকদার, সাধারণ সম্পাদক মো. আবু তালেব সিকদার প্রমুখ।

উক্ত খেলায় মোট চারটি গ্রুপের ১২টি দল অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে নকআউট পর্বের খেলা হয়। এরপর সর্বশেষ দুইটি দল ফাইনালে আসে। ফাইনালে আব্দুস সামাদ চেয়ারম্যান গ্রুপ বনাম আব্দুস সালাম সিকদার সেক্রেটারি গ্রুপ অংশগ্রহণ করেন। তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আব্দুস সামাদ চেয়ারম্যান গ্রুপ ২৫ ও আব্দুস সালাম সিকদার গ্রুপ ৩০ করে বিজয় লাভ করে। তারপর অতিথিবৃন্দরা সকল খেলোয়াড়দের মাঝে সান্তনা পুরস্কার ও মেডেল পরিয়ে দেন। রানার আপ পুরস্কার ১৭ ও বিজয়ীদের ২১ ইঞ্চি এলইডি রঙিন টিভি তুলে দেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, মঞ্জুরুল ইসলাম। বহুরিয়া যুব সংঘ এ খেলাটির আয়োজন করেন বলে জানিয়েছেন মো. আরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়