শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুনের অপেক্ষায় উত্তর সিটি

ডেইজী সরওয়ার : এযাতকালের রাজধানি বাসীর সর্বশেষ্ঠ মেয়র আনিসুল হকের শেষ বিদায়ের মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেকথা বলার অপেক্ষা রাখে না। শুধু রাজধানি নয় আনিসুল হকের বিদায় বেলায় গোটা দেশের মানুষের অশ্রুশিক্ত চোখ আমি দেখেছি । সেই অশ্রুশিক্ত চোখে মুখে হাহাকার দেখতে পাচ্ছি। আর সেই মানুষগুলো এখন অপেক্ষায় দিন গুনছে। সেই অপেক্ষা নতুন দিনের, নতুন মেয়রের।গোটা রাজধানি বাসীর মধ্যে যেমন শূন্যতা সৃষ্টি হয়েছে, ঠিক তেমন করে সিটি করর্পোরেশনের প্রশাসনিক কর্মকান্ডেও মেয়রের শূন্যতা অনুভব করছি।

সকল মানুষ যেমন নতুনের অপেক্ষায় ঠিক তেমন করে আমরাও দুঃখ ভুলে নয়, বুক বেঁেধ নতুনের অপেক্ষায় আছি। মেয়রের শূন্যতা পুরণের জন্য বর্তমান প্রধানমন্ত্রী আমাকে আনিসুল হকের চলমান কাজের গতি ধরে রাখতে প্যানেল মেয়র করে যে দায়িত্ব দিয়েছেন, সেই কাজ আমরা একত্রিতভাবে করে যাচ্ছি। আনিস ভাইয়ের স্বপ্নের ঢাকা বাস্তবে রুপান্তরিত করতে নিষ্ঠা এবং সততার সাথে কাজ করছি। তরপরেও সকল কাজ আমরা করতে পারছি না।

কেননা, প্রশাসনিক জটিলতা এবং সীমাদ্ধতা বড় বড় প্রকল্পে প্রতিবন্ধকতা তৈরি করেছে। সেই সাথে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি। আনিসুল হক সাহসিকতার সাথে এমন কিছু প্রকল্প হাতে নিয়েছিলেন, যে কাজগুলো সিটি করর্পোরেশনের কর্ম পরিধির বাইরে। তাই সকল কাজের গতি ধরে রাখতে এবং নতুন প্রকল্পগুলোর বাস্তবায়ন করতে সকলের মতই আমরা নতুন দিনের অপেক্ষায় আছি। আশা করি, সেই নতুন দিন আনিসুল হকের কাজের শূন্যতা পূরণে পরিপূরক হবে।

পরিচিতি : প্যানেল মেয়র, ঢাকা উত্তর সিটি
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়