শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:১৯ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ?

রবিন আকরাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আনিসুল হক মারা যাওয়ার পর, নিয়ম অনুযায়ী ডিএনসিসি মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। ৯ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই শূন্য পদে মেয়র নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তারই প্রেক্ষিতে মেয়র পদে বড় দুই রাজনৈতিক দলের মনোয়নের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে।

গতকাল সোমবার বিএনপি তাদের মনোনয়ন প্রার্থী নিশ্চিত করেছেন। আগে থেকেই কানাঘুষা চলছে বিএনপি থেকে ডিএনসিসি নির্বাচনে লড়বেন তাবিথ আউয়াল। হলেও তাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাবিথের নাম ঘোষনার পর তিনি নিজেই সেমাবার সাংবাদিকদের সামনে এসে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বিএনপির মনোনয়ন নিশ্চিত হলেও আওয়ামী লীগ এখনো এব্যাপারে কিছু জানায়নি। তবে শুনা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যবসায়ী নেতা এবং পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-র সাবেক সভাপতি আতিকুল ইসলাম সিএনসিসি নির্বাচনে তাবিথ অাউয়ালের সাথে লড়বেন।

আওয়ামী লীগ সূত্র জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আওয়ামী লীগ থেকে মেয়র পদে আতিকুল ইসলামের মনোনয়ন প্রায় চূড়ান্ত। আওয়ামী লীগ চায় ঢাকা উত্তরের মেয়র হিসেবে আনিসুল হকের মতো ‘ক্লিন ইমেজ'-এর একজন ব্যবসায়ী নেতাকে প্রার্থী করতে।

তবে আওয়ামী লীগে এই পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেেছেন। এরা হলেন- বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, মো. আবেদ মনসুর, সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল, রাসেল আশেকী, আদম তমিজি হক, মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, সাবেক অধ্যক্ষ শাহ আলম, এফবিসিসিআই এর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম, মো. ইয়াদ আলী ফকির, শামীম হাসান, মোমতাজ উদ্দিন আহমেদ (মেহেদী), মো. আবুল বাসার, মো. জামাল ভুঞা, মো. ওসমান গণি ও আসমা জেরিন ঝুমুসহ ১৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এদের মধ্যে বিজিএমই'র সাবেক সভাপতি আতিকুল ইসলামের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ম‌নোনয়ন জমা দেওয়ার পর প্র‌তি‌ক্রিয়ায় আ‌তিকুল ইসলাম ব‌লেছেন, স্বাস্থ্যকর ও আধুনিক ঢাকা গড়তে চাই। প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকাকে নতুন করে সাজানোর যে কাজ করে যাচ্ছিলেন, সেই ধারাবাহিকতা অব্যাহত ডিএনসিসি ও আওয়ামী লীগের লোগো রাখ‌তে চাই।

এদিকে গত ৯ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি। একইসঙ্গে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডগুলোতে একইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার পরই তিনি উত্তর সিটি করপোরেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। ঢাকা সিটি করপোরেশনকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা ছাড়াও বেশ কিছু উন্নয়ন কাজে হাত দেন। এছাড়া উত্তরের যানজট নিরসনেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপে খুব অল্প সময়ে জনগণের প্রশংসা পান তিনি। গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ৪ ডিসেম্বর পদটি শূন্য ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়