শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

নুরুল আমিন হাসান : রাজধানীর উত্তরায় আফরিদা জাহান মাহি (২১) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক কারণে আত্মহত্যা করেছেন। ওই ছাত্রী ব্রাক ইউনিভার্সিটি নামের এক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম দুলাল আমাদের সময় ডটকমকে সোমবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ছাত্রী উত্তরা ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২ নং বাসার এ-৪ ফ্লাটের সাঈদ হোসেনের মেয়ে। নিহতের লাশ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি জানান, রোববার দিবাগত রাত ২টার পর নিজ বাসার ঘুমান তিনি। পরবর্তীতে সোমবার দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে গলায় ফাসি লাগানো অবস্থায় ওই শিক্ষার্থীর স্বজনেরা নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওই পুলিশ কর্মকর্তার দাবি, 'ওই শিক্ষার্থী উগ্র টাইপের। তার মেজাজ খারাপ ছিল। পূর্বেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। পরবর্তীতে তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন।'

তিনি বলেন, 'এক সপ্তাহের মধ্যে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। এ জন্য সব কিছুই প্রস্তুত করা হয়েছে।'

বাবা - মা বকাঝকা করার কারণে খারাপ মেজাজের ফলে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও এসআই জানে আলম জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়