শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ ঢাকা গড়তে চান আবেদ মনসুর

তরিকুল ইসলাম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যবসায়ী আবেদ মনসুর। ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের  প্রধান নির্বাহী এ কর্মকতা আশা করছেন, মেয়র নির্বাচিত হলে রাজধানীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবেন।
সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যলয়ে দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে মনোয়নপত্র জমা দেন আবেদ মনসুরের পক্ষে তার ছোট ভাই হাবিব মনসুর। আবেদ মনসুর পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।
বর্তমানে দেশের বাইরে অবস্থান করা আবেদ মনসুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, দেখেন ভোটের আগে গলাবাজি করে মানুষের সাথে প্রতারণা করে কী লাভ? সত্যি বলতে দুই বছর খুব বেশি সময়  না হলেও মানুষের মানসিকতা পবিরর্তনের জন্য যথেষ্ট। যা আনিসুল সাহেব অনেকটাই পেরেছেন। বাকি কাজটুকু চেষ্টা করবো।
নগরীতে কিছু বেসিক সমস্যা রয়েছে। যেগুলো একজন মেয়র চাইলেই সমাধান করতে পারে। যেমন- জনবান্ধব ফুটপাত ও জলাবদ্ধতা নিরাসন।পর্যাপ্ত পার্কিং সুবিধা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ডিজিটাল ঢাকা তথা নিরাপদ ও মানবিক শহর হিসেবে ঢাকাকে গড়ে তোলা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,  এমন ভাবে একটি নিরপাদ ঢাকা গড়েতে চাই যাতে অনেক রাতেও একটি ছেলে বা একটি মেয়ে নিশ্চিত মনে কাজ শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
এর আগে রোববার দুপুরে আবেদ মনসুরের পক্ষ থেকে  আ'লীগের ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হাবিব মনসুর। ওই দিন সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ১৩ জন ফরম সংগ্রহ করেছেন।
গত ৯ জানুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে সম্প্রসারিত ১৮ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও ৬ টি সংরক্ষিত নারী কাউন্সিলনর পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ( ইসি ) কে এম নরুল হুদা।
দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়