শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আ’লীগের জনসভা

সালাহউদ্দিন সালমান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বেলা তিনটায় ঐতিহাসিক সিরাজদিখান বাজার বালুর মাঠে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৭২ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে সাড়ে নয় মাস বন্দী থাকার পর মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। গত ১০ জানুয়ারি বুধবার দেশব্যাপী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিরাজদিখান আওয়ামীলীগের নেতাকর্মী, অঙ্গ সংগঠনগুলো এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই বিশাল জনসভায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে মিছিলের মধ্যদিয়ে হাজার হাজার মানুষের ঢল আসে, সিরাজদিখান বাজার বালুর মাঠে লোকে লোকারন্য হয়ে উঠে।

বিশাল জনসভায় সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি,মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ.কে.এম. আবুল কাশেম, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন গিয়াস, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা,বাংলাদেশ স্বেচ্চাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সারোয়ার খান মামুন ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য সুবীর চক্রবর্তী, সাবেক সচিব সামসুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শহীদ ঢালী, কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আশ্রাফ আলী, উপজেলা যুবলীগ আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তাইজুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু,তাঁতীলীগ সভাপতি রাসেল শেখ ।

আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়