শিরোনাম

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলে কিছু দৃশ্যমান কাজ করতে পারবো : মেনন

এম এ আহাদ শাহীন: মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পেলে সরকারের বাকি নয় মাসের মধ্যে কিছু দৃশ্যমান কাজ করতে পারবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাশেদ খান মেনন।

নতুন মন্ত্রনালয়ে দায়িত্ব নেওয়ার পর সাত দিনের মাথায় অনুভূতি জানিয়ে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ প্রতিবেদককে মন্ত্রী বলেন, আমি মনে করি যদি চার বছর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া যেত তাহলে আরও অনেক বেশি কাজ করা যেত। আমি আশা করবো আগামী নয় মাসে যে সময়টা আছে তাকে সঠিক ভাবে কাজে লাগানোর।

মন্ত্রিসভায় রদবদলে পুরনোদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

তিনি বলেন, আমি এ মন্ত্রণালয় পরিচালনায় যেটা অনুভব করেছি, সেটা হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে এই মন্ত্রণালয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি অলরেডি ফিক্সড করে ফেলেছি কোন কোন সেক্টরে প্রায়োরিটি দেয়া যায়। আমি এই মুহুর্তে যেটা প্রায়োরিটি ঠিক করেছি সেটা হচ্ছে প্রতিবন্ধীদের মধ্যে যারা নিউরো ডেভেলাপমেন্ট ডিজএ্যাবিলিটিজ রয়েছে, অটিজমের যে বিভিন্ন শাখা রয়েছে এগুলো নিয়ে কাজ করবো। সাধারণ মানুষের সেবা করা অলরেডি র্স্টাট হয়ে গেছে।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান মেনন বলেন, আমাদের পার্টির কর্মসূচির মধ্যেও আমরা প্রতিবন্ধী, হিজড়া, বয়স্কভাতা, বিধাবভাতা এইসব নিয়ে কাজ করি। সুতরাং এগুলোকে সঠিকভাবে পরিচালনা করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মেনন বলেন, এই সময়ের মধ্যে আমি করতে পারবো কিনা জানি না, তবে যদি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পাই এবং আন্ত:মন্ত্রণালয়ের সহযোগিতা পাই তাহলে এই অল্প সময়ের মধ্যেও কিছু দৃশ্যমান কাজ আমরা করতে পারবো।

মন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজের প্রান্তিক মানুষ যারা তাদের সবার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম এই মন্ত্রণালয়ে আছে এগুলোকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে বাংলাদেশ একটা উদাহরণ সৃষ্টি করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়