শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:০৩ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় দল, ছোট দল দেখব না : রিটার্নিং কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম বলেছেন, এই নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন তা কঠোরভাবে মোকাবিলা করবে।  সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা কাশেম বলেন, ‘আমাদের যে নির্বাচনী বিধিমালা তাতে তারা পথসভা এবং ঘরোয়া সভা—এগুলো তারা করতে পারবে। তাদেরকে আবারও বলতে চাই, তারা যেন আচরণবিধি চলেন। কোন বড় বা কোন দল ছোট আমরা দেখব না। প্রার্থী হিসেবেই তাদেরকে দেখব।’

গত ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক (৬৫) লন্ডনের একটি হাসপাতালে মারা যান। এর ফলে মেয়র পদটি শূন্য হয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর সিটির ভোটগ্রহণ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। একইদিন উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি করে ৩৬ ওয়ার্ডেও ভোটগ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি, তা যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটির ভোটারসংখ্যা প্রায় ২৯ লাখ ৪৮ হাজার ভোটার। এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়