শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় মাইক্রোবাস সহ গাঁজা উদ্ধার, আটক ৮

আশরাফুল নয়ন, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থেকে একটি ট্রাক, মাইক্রোবাস ও ১০০ কেজি গাঁজা সহ আটজনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার বাগাচারা মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। দুপুর ২ টার দিকে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মো: আশরাফুল সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান।

আটকরা হলেন, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কুশারমুড়ি গ্রামের ছফের উদ্দিনের ছেলে মাইক্রোবাস চালক মিঠু উদ্দিন (৩৬), পাইকপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৫০) ও রেজাউল হক (৪৫), খুলশি গ্রামের খোকামুদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০), ভঞ্জকল গ্রামের সোলেমানের ছেলে পিন্টু (৩৫) ও সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নবির সরদারের ছেলে আলম হোসেন (৩৫) এবং লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার দেবাসুর গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে ট্রাক চালক হারুন (২৭), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দেবাসুর গ্রামে মৃত বাচ্চু শেখের ছেলে হেলপার মাহাতাব আলী (৩২)।

সংবাদ সম্মেলন জানানো হয়, আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের একটি সংঘবদ্ধ দল কুমিল্লা জেলা থেকে একটি ট্রাকের পাটাতন কেটে বিশেষ প্রক্রিয়ায় নওগাঁর দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ভোরে উপজেলার বাগাচারা মহাসড়কে অবস্থান নেয় থানা পুলিশ।

এসময় একটি সাদা মাইক্রোবাস প্রটোকল দিয়ে ট্রাকের আগে আগে আসছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মাদকবহন ট্রাক (ঢাকা মেট্রো: ন-১৭-৫২২৯) এবং মাইক্রেবাসটি (ঢাকা মোট্রো: চ-৫১-৩০১০) আটক করা হয়।

এসময় ট্রাকে তল্লাশি করে বিশেষ প্রক্রিয়ায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার এবং আট জনকে আটক করা হয়। এছাড়া একটি বিদেশী মদের বোতলও উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়