শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:২৫ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার কুর্দি গেরিলা নিয়ে সিরিয়ায় কোয়ালিশন গঠন আমেরিকার: ক্ষুব্ধ তুরস্ক

সাইদুর রহমান : তুরস্ক যখন সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় কুর্দি ধ্বংসে অভিযান শুরু করেছে তখন মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট সিরিয়া-তুরস্ক সীমান্তে ৩০ হাজারের একটি বিশাল সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। কুর্দি গেরিলাদের নিয়ে এ বাহিনী গঠন করা হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়েছে মার্কিন মিত্র ন্যাটো জোটের একমাত্র মুসলিম সদস্য তুরস্ক। মার্কিন এ তৎপরতার বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এরইমধ্যে নিন্দা জানিয়েছেন এবং একে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

তুরস্কের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার ভেতরে সীমান্তরক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কারণেই মূলত গত সপ্তাহে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স ফিলিপ কোসনেটকে তলব করা হয়।

এ সীমান্তরক্ষী বাহিনীর জন্য বর্তমানে প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ ক্লাস চলছে। পূর্ণাঙ্গ প্রশিক্ষণ শেষে এ বাহিনীকে সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে যেখানে এখন মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ মোতায়েন রয়েছে। উত্তরে তুরস্ক সীমান্তে, দক্ষিণ-পূর্বে ইরাক সীমান্তে এবং সিরিয়ার ইউফ্রেটিস নদীর তীর ধরে এদেরকে মোতায়েন করা হবে। ইউফ্রেটিস নদীর মাধ্যমে মূলত সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকা ও কুর্দি নিয়ন্ত্রিত এলাকা বিভক্ত হয়েছে।

এসডিএফ’র মধ্যে সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলীয় কুর্দি গেরিলা সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র প্রাধ্যান্য রয়েছে। ওয়াইপিজি-কে তুর্কি সরকার কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের সহযোগী বলে মনে করে। সূত্র : ইয়েনি সাফাক, আনাদোলু এজেন্সি, খালিজ অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়