শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরের ইউএনওর বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে দুদক

ইসমাঈল হুসাইন ইমু : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শিগগিরই শুরু হবে বলে দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, শ্রীনগর এলাকার দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন জাহিদুল ইসলাম দায়িত্ব নেয়ার পরই শ্রীনগর উপজেলার পুরানো হিন্দু জমিদার বাড়ি নিজ গাড়ি চালকের লিজ নিয়ে সেগুন কাঠের পুরনো দরজা জানালা ও অন্যান্য আসবাব পত্র বিক্রি করে দেন। এতে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। পাকিজা গার্ডেন-এর মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। উপজেলার ষোল ঘর এলাকার ওয়ান্ডারল্যান্ডের মালিক উপজেলার আটপাড়া গ্রামের বাসিন্দা জিএম মোস্তাফিজুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তার ম্যানেজার দিদারের মাধ্যমে ৫০ হাজার টাকা চাঁদা দেন।

শ্রীনগর উপজেলার ইউএনও মুক্তিযোদ্ধা গেজেটে প্রকাশিত পার্শ্ববর্তী লৌহজং উপজেলার বেজগাঁও গ্রামের মোজাম্মেল হোসেন নামের এক মুক্তিযোদ্ধার ভাতা শ্রীনগর বেজগাঁও নামে উত্তোলন করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ইয়াছমিন দেলোয়ার হাসপাতালের এমডি দেলোয়ার হোসেনের ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। ষোলঘর ইউপি ভবন করিয়ে দেয়ার নাম করে ১০লাখ টাকা হাতিয়ে নেন। পিআইও এর মাধ্যমে ভুয়া প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।

সম্প্রতি পদ্মাসেতু প্রকল্পের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপুরণ পাইয়ে দেয়ার নাম করে এবং জমি অধিগ্রহণ করা হুমকি দিয়ে এবং অধিগ্রহন করা হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন। এবিষয়ে জানতে চাইলে দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, অভিযোগ জমা পড়েছে, কমিশন বিষয়টি অনুসন্ধান করে দেখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়